Coronavirus in India

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। দুপুর দেড়টা নাগাদ ওই খেলাটি হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ০৭:৩২
Share:

ফাইল চিত্র।

কলকাতা-সহ রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শহর কলকাতার অবস্থা সবথেকে খারাপ। মঙ্গলবার রাজধানীর কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪,৭৫৯। ফলে আজ চর্চায় থাকবে রাজ্যের কোভিড পরিসংখ্যানের দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

দেশের করোনা পরিস্থিতি

সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। ভার্চুয়াল মাধ্যমে হওয়া ওই বৈঠকে রাজয়গুলিকে নতুন কোনও নির্দেশ দিতে পারে কেন্দ্র। নজর থাকবে সে দিকে।

পুরভোটের নিরাপত্তা বৈঠক

রাজ্যের আসন্ন চার পুরভোটের নিরাপত্তা নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। ওই বৈঠকে থাকার কথা রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র। দুপুর ২টো নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা। তার আগে ওই চার পুরসভার ১৭ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করবে কমিশন। আবার আজ স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারে তারা। বিকেল ৪টে নাগাদ হতে পারে ওই বৈঠকটি।

গ্রাফিক- সনৎ সিংহ।

ত্রিপুরার রাজভবন অভিযান তৃণমূলের

আজ ত্রিপুরার রাজভবন অভিযান করার কথা তৃণমূলের। সেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ওই কর্মসূচি পালনের ডাক দিয়েছে ঘাসফুল শিবির। তবে কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে ওই কর্মসূচি আটকাতে তৎপর ত্রিপুরা পুলিশ।

হাই কোর্টে গঙ্গাসাগর মামলা

কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অভিনন্দন মন্ডল নামে এক চিকিৎসক। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার কথা।

ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। দুপুর দেড়টা নাগাদ ওই খেলাটি হওয়ার কথা।

আইএসএল

আজ আইএসএল-এ মোহনবাগান ও হায়দরাবাদ ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement