শ্রাবণ মাসে, কোন পুজোয় অমঙ্গল দূর হবে

দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কী করণীয়

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০০:০৫
Share:

বিশ্বস্রষ্টা ঈশ্বর বড়ই লীলাময়। তিনি প্রকৃতির সঙ্গে খেলা করেন প্রতিনিয়ত। যুগে যুগে নানা রূপে অবতীর্ণ হয়ে দুষ্টকে দমন করেন আর সৃষ্টিকে রক্ষা করেন।

Advertisement

বর্তমানে কলিযুগ। তাই ত্রিতাপজ্বালা আর যত অমঙ্গল দূর করতে সেই কলিযুগের ঊষালগ্নেই প্রেম-প্রীতি-ভালবাসার উপাচার আর আবেগকম্পিত নাম-গান-মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন শ্রীশ্রীচৈতন্য। নাম, যশ, অর্থ, ভোগ, বিলাস, শত্রুদমন আবার কেউ বা পাপ মুক্তির কামনায় দেব-দেবীর পূজোর আয়োজন করে।

এখন দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কী করণীয়—

Advertisement

দাম্পত্য জীবনে শান্তি, সংসারের শত অমঙ্গল দূর করতে এই মাসে শ্রীশ্রী কৃষ্ণের ঝুলনযাত্রার আয়োজন করুন এবং নিষ্ঠাভরে রাধাকৃষ্ণের পুজো করুন, শুভ ফল লাভ হবেই।

এ ছাড়া এই মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতিথিতে লোটন ষষ্ঠীর পুজো করলে সন্তান-সন্ততি নিয়ে সুখে সংসার করতে পারবেন।

এই মাসে অনেকেই মা মনসার পুজো করেন। মা বিষহরি প্রসন্না হলে মান, সম্মান, যশ, অর্থ, প্রভাব প্রতিপত্তি লাভ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement