Saturn Effect

Gochar Shani: গোচর কালে রাহু শুভ অবস্থানেও কখন শুভ ফল দিতে পারে না

অন্যান্য গ্রহের মতো রাহুর শারীরিক অস্তিত্ব না থাকলেও জন্মকুণ্ডলীতে অবস্থান অনুযায়ী শুভ বা অশুভ উভয় ফল দান করে। রাহু গোচর কালে প্রত্যেক রাশিতে প্রায় দেড় বছর অবস্থান করে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৮:২৪
Share:

প্রতীকী চিত্র।

অন্যান্য গ্রহের মতো রাহুর শারীরিক অস্তিত্ব না থাকলেও জন্মকুণ্ডলীতে অবস্থান অনুযায়ী শুভ বা অশুভ উভয় ফল দান করে। রাহু গোচর কালে প্রত্যেক রাশিতে প্রায় দেড় বছর অবস্থান করে। এত দীর্ঘ সময় এক রাশিতে অবস্থান করার কারণে চূড়ান্ত ফল দান করতে সক্ষম হয়। জ্যোতিষ অনুযায়ী রাহু অশুভ গ্রহ, যে গ্রহের সঙ্গে বা যে রাশিতে অবস্থান করে এই রূপ ফল দান করে। সাধারাণত পার্থিব ফলই বেশি দান করে। রাহুর রবি এবং মঙ্গলের সঙ্গে শত্রুতা। রবি এবং মঙ্গলের সঙ্গে অবস্থান বা দৃষ্টি সম্পর্ক বা রবি এবং মঙ্গলের নক্ষত্রে রাহু অবস্থান করলে সাধারণত অশুভ ফল দান করে।

Advertisement

রবি এবং শনির সঙ্গে অবস্থান করলে রাহু অশুভ ফল দান করে। রবির সঙ্গে রাহু অবস্থান করলে অশুভ গ্রহণ যোগ সৃষ্টি করে যা অশুভ ফল দান করে। রাহুকে শনির সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ শনি যেমন চূড়ান্ত ফলদায়ী গ্রহ, রাহুও তেমনই চূড়ান্ত ফলদায়ী। শুভ শনি যেমন অসাধারণ শুভত্ব দান করতে পারে, অশুভ শনি ঠিক বিপরীত। এই রূপ রাহুও শুভ বা অশুভ উভয় ফলই চূড়ান্ত রূপে দান করতে পারে।

গোচর কালে রাশির (জন্মকালিন চন্দ্রের) তৃতীয়ে, ষষ্ঠে এবং একাদশে রাহু অবস্থান করলে সর্বাধিক শুভ ফল দান করে।

Advertisement

তৃতীয়ে রাহুর অবস্থান কালে বিভিন্ন শুভ ফল দান করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য দান করে।

রাশির তৃতীয়ে রাহুর অবস্থান কালে রাশির দ্বাদশে অন্য গ্রহ অবস্থান করলে রাহু শুভ ফল দান করতে ব্যর্থ হয় অর্থাৎ রাহুর শুভ ফল প্রাপ্তিতে ব্যাঘাত ঘটে।

রাশির ষষ্ঠে রাহুর অবস্থান কালে রোগ, ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হয়।

ষষ্ঠে রাহুর অবস্থান কালে রাশির নবমে অন্য গ্রহ অবস্থান করলে রাহু শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

রাশির একাদশে রাহুর অবস্থান কালে বিভিন্ন শুভ ফল দান করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য দান করে।

একাদশে রাহুর অবস্থান কালে রাশির পঞ্চমে অন্য কোন গ্রহ অবস্থান করলে রাহু শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement