বুধ এবং আদিত্য (রবি) জন্মকুণ্ডলিতে একইঘরে অর্থাৎ একই রাশিতে অবস্থান করলে বুধাদিত্য যোগ বলা হয়। জ্যোতিষমতে এটি একটি শুভ যোগ। যোগ মানেই সবসময় পূর্ণ ফল দেবে, তা কিন্ত নয়। যে কোনও যোগের পূর্ণ ফল পেতে কিছু শর্ত (গ্রহের অবস্থান) থেকেই যাই। যেমন যোগ সৃষ্টিকারী গ্রহের সক্রিয়তা, অন্য শুভ অশুভ গ্রহের দৃষ্টি বা অবস্থান, রাশিতে যোগের অবস্থান ইত্যাদি। বুধাদিত্য যোগ কখন পূর্ণ ফল দেবে আর কখন কম বা নিস্ক্রিয়, তা-ও এই শর্তের ওপরই নির্ভর করে। বুধাদিত্য যোগের ফল জানতে হলে সবার আগে যোগ সৃষ্টিকারী গ্রহ সম্বন্ধে জানা প্রয়োজন।
রবি সৌরমণ্ডলের কেন্দ্র, আলো এবং তাপের উৎস। প্রত্যেক রাশিতে সে এক মাস থাকে।
বুধ সূর্যের খুব কাছের গ্রহ। সূর্যের ২৮ ডিগ্রির মধ্যে থাকে বুধ। অর্থাৎ জন্মকুণ্ডলিতে রবির ঘরে বা এক ঘর আগে বা এক ঘর পরেই বুধ থাকে। যোগকারী গ্রহদ্বয় সারা বছর কাছাকাছি থাকার জন্য খুবই প্রচলিত যোগ। তবে এই যোগের পূর্ণ ফল খুবই শুভ ফলদায়ক।
আরও পড়ুন: অশুভ গ্রহের কুফল নষ্ট করতে পারে বৃহস্পতির শুভ প্রভাব
জ্যোতিষমতে, কোনও গ্রহ রবির খুব কাছে এসে গেলে এই গ্রহ নিস্ক্রিয় (পূর্ণ ফলদানে অক্ষম) হয়ে যায়। বুধ ১৪ ডিগ্রি থেকে নিস্ক্রিয় হতে থাকে। নক্ষত্রের প্রথম পদে সম্পূর্ণ নিস্ক্রিয় হয়ে যায়। রবি এবং বুধের দূরত্ব (ডিগ্রি) এই যোগের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারাণত রবি এবং বুধের দূরত্ব ১০ ডিগ্রির মধ্যে থাকলে ফলহীন হয়। বুধের সক্রিয়তা গুরুত্বপূর্ণ বিষয়।
শাস্ত্র মতে বুধ রবির পরে থাকলে এই যোগ শক্তিশালী মানা হয়। বুধাদিত্য যোগের অবস্থান, স্বক্ষেত্র বা তুঙ্গস্থ রাশিতে সবথেকে ভাল অর্থাৎ প্রথম শ্রেণির ফল পাওয়া যায়। মিত্র রাশির ঘরে, দ্বিতীয় শ্রেণির। সম রাশির ঘরে তৃতীয় শ্রেণির ফল মেলে।
শত্রু গ্রহের রাশিতে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকলে আশানুরূপ ফল মেলে না।