অলঙ্করণ- তিয়াসা দাস
বিভিন্ন পদবী যেমন বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, পাল, চৌধুরী, সরকার, মণ্ডল— এদের বানানের সংখ্যামান আপনাকে জানিয়ে দেবে আপনার বংশ মর্যদার প্রকাশ কেমন ঘটবে। সেই সঙ্গে এই পদবীর সংখ্যামান কখন কখন আপনার ব্যাক্তিত্বের বিকাশে বাধা সৃষ্টি করবে, আবার কখন আপনার ব্যাক্তিত্বের বিকাশের সহায়ক হয়ে উঠবে, জানা যাবে তাও।
পদবীর সংখ্যামান কী ভাবে বের করব? ধরা যাক, কারও পদবী, Banerjee=2+1+5+5+9+1+5+5=33=3+
যাদের পদবীর সংখ্যামান ৬(ছয়)- এরা পারিবারিক ও ব্যক্তিগত দিক থেকে নানারকম দায়িত্ব পালন করে থাকে। এরা অন্যকে আন্তরিকভাবে ভালবেসে থাকে। অন্যরা বিপদে পড়লে এরা নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে থাকে। এদের ব্যবহারে সহনশীলতা থাকে। অন্যের দুঃখ কষ্টকে নিজের মতো করে ভাবে। ছয় হৃদয়বোধ ও মানবিকবোধের সংখ্যা। তাই এই জাতীয় অন্য কোনও পদবী থেকে সংখ্যামান ৬ এলে একই বোঝাবে। এরা সব সময় সামাজিক সহযোগিতায় বিশ্বাসী। যে পাড়ায় ৬ পদবীর লোক বেশি থাকে, তারা নানারকম সৃজনমূলক সামাজিক কাজে কমবেশি জড়িত থাকবেই। এই পদবী আপনার নামের সঙ্গে যখন যুক্ত হয়ে থাকে তখন আপনার ব্যাক্তিত্ব বিকাশে সহায়ক হতে পারে আবার নাও হতে পারে।
যাদের পদবীর সংখ্যামান ৩(তিন)- এরা যে কোনও ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। যে ভাবেই হোক না কেন, এদের কাজে প্রতিভার সাক্ষর থাকে।
আরও পড়ুন: গৃহসুখ কী ভাবে সম্ভব
এই পদবীর লোকেরা সবাই নামকরা বক্তা না হতে পারে তবে এদের বাচনভঙ্গী ও কথাবার্তার ধরন সবাইকে আকৃষ্ট করে থাকে। এরা যে কোনও ঘটনা বা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। এরা যে কাজই করুক না কেন, সেটা কমবেশি সমাজের স্বার্থে বিশেষ ভাবে কাজে লাগে। তাই এরা পেশা হিসেবে যে কাজগুলিকে বেছে নেয় যেমন শিক্ষকতা,ওকালতি, রাজনৈতিক বক্তা, স্টোর কিপার, অভিনেতা, শিল্পী, গায়ক, নাট্যকার, কনসালটেন্ট, পরামর্শদাতা ইত্যাদি। তবে এই পদবী নামের সঙ্গে যুক্ত হলে কারও ভাল হয় আবার কারও খারাপ হয়। বিশেষ করে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে।
যাদের পদবীর সংখ্যামান ৫- এরা মানবিক মূল্যবোধে বিশ্বাসী। এই পদবীর লোকেরা সবার কাছেই গ্রহণযোগ্য এবং সবার কাছ থেকে কমবেশি প্রশংসিত হয়ে থাকে। এদের অদ্ভুত প্রভাবে যে কোনও অচেনা আগন্তুক খুব অল্প সময়ের মধ্যে বন্ধুতে পরিণত হয়ে যায়। এরা একই সঙ্গে ধৈর্যশীল ও গতিময় প্রকৃতির হয়ে থাকে। এরা সদা তৎপর থাকে। তাই এরা ভাল কাজের লোক, ভাল কলিগ এবং একই সঙ্গে ভাল বন্ধু। এরা এতই তৎপর থাকে, নিজের দিকে ফিরে তাকাবার সময় পায় না।
যাদের পদবীর সংখ্যামান ৪- এরা খুব সিরিয়াস প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা যে কোনও অর্থে মেথোডিক্যাল ও বিশ্লেষণাত্মক প্রকৃতির হয়ে থাকে। এদের নেতৃত্বদানের ক্ষমতা যথেষ্ট, তবু তারা নেতৃত্বে যেতে চায় না। তবে অনেকের যে কোনও সমস্যা সহজেই দূর করে দিয়ে থাকে। এদের বাইরের প্রকৃতি দেখে এদের গভীরতা মাপা বেশ কঠিন। এরা যে কোনও অর্থেই বিজ্ঞানমনস্ক মনের অধিকারী, তা সে জড়বিজ্ঞান ও হতে পারে আবার সমাজবিজ্ঞানও হতে পারে। এরা শৃঙ্খলাপরায়ণ চেতনার লোক। তাই যেখানে বিশৃঙ্খলা থাকে, সেখানে এরা শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যায়।
এখানে ইংরাজি বর্ণমালার মানগুলি উল্লেখ করা হল-
1=A, J, S
2=B, K, T
3=C, L, U
4=D, M, V
5=C, N, W
6=F, O, X
7=G, P, Y
8=H, Q, Z
9= I, R