মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা ফুলের গন্ধ বেশি পছন্দ করে। এরা হালকা গন্ধ ভালবাসে। সঙ্গী যদি মেষ রাশির হয়, তা হলে এই ধরনের পারফিউম লাগিয়ে যেতে ভুলবেন না।
বৃষ: আপনার সঙ্গী যদি বৃষ রাশির হয়, তা হলে সে পারফিউম অবশ্যই পছন্দ করবে। জুঁই বা ল্যাভেন্ডারের গন্ধ এই রাশির জাতক-জাতিকারা খুব প্রিয়।
মিথুন: আপনার সঙ্গী যদি হয় মিথুন রাশির, তা হলে সে অবশ্যই হালকা গন্ধ পছন্দ করবে। তাই যদি মিথুন রাশির জাতক-জাতিকাদের ইমপ্রেস করতে হয়, তা হলে হালকা গন্ধের পারফিউম ব্যবহার করতে হবে।
কর্কট: কর্কট রাশির জাতক একটু বেশি রোমান্টিক স্বভাবের হয়। তাই পারফিউমের গন্ধ এদের বেশি আকৃষ্ট করে। যে কোনও অভিজাত গন্ধ এদের পছন্দ।
আরও পড়ুন: রত্নের বিকল্প হিসাবে গাছের মূল কী ভাবে ধারণ করা উচিত
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা বেশির ভাগ পছন্দ করে ফলের গন্ধ জাতীয় পারফিউম। এই ধরনের পারফিউমের প্রতি এরা খুব আকৃষ্ট হয়।
কন্যা: কন্যা রাশির জাতক উগ্র কোনও গন্ধ একদম পছন্দ করে না। এই রাশির মানুষকে কাছে পেতে হলে ফুল বা যে কোনও হালকা গন্ধ ব্যবহার করতে হবে।
তুলা: এই রাশির জাতক একটু অন্য স্বাদের হয়। যে গন্ধ শরীরে শিহরণ সৃষ্টি করে, সেই ধরনের পারফিউম এই রাশির খুব পছন্দের।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক একটু বেশি গন্ধযুক্ত পারফিউম পছন্দ করে। জেসমিন, চকোলেট এদের খুব পছন্দের সেন্ট। যে কোনও গাঢ় গন্ধ এরা বেশ ভালবাসে।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা রোমাঞ্চকর গন্ধ খুব বেশি পছন্দ করে। যে কোনও রোমাঞ্চকর সুগন্ধ পেলে নিজেকে ভাসিয়ে দেয় এই রাশির মানুষ।
মকর: মকর রাশির জাতককে আকৃষ্ট করতে হলে খুব বুঝে পারফিউম ব্যবহার করতে হবে। কারণ এরা সব রকম গন্ধ পছন্দ করে না।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা খুব একটা পারফিউম পছন্দ করে না। তবে হালকা যে কোনও গন্ধ যেমন লোটাস, ভ্যানিলা এগুলো পছন্দের মধ্যে পড়ে।
মীন: মীন রাশির জাতক সব রকমের গন্ধ পছন্দ করে। তবে হালকা মিষ্টি গন্ধ এদের খুব বেশি পছন্দ। তাই মিষ্টি যে কোনও সুগন্ধ এই রাশির জাতককে আকর্ষণ করতে পারে।