পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণ কালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরল রেখায় অবস্থান করলে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে চন্দ্র অবস্থান কালে (কিছু সময়ের জন্য) চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে।
সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় (পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ, আংশিক গ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ)।
আগামী ১৪ ডিসেম্বর সোমবার চলতি বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। দক্ষিণ পশ্চিম আফ্রিকার কিছু অংশ, আমেরিকার দক্ষিণ অংশ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এবং মেক্সিকোর কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে।
আরও পড়ুন: বাড়িতে ঘটে যাওয়া ছোটখাটো কিছু ঘটনা যা শুভ এবং অশুভ বার্তা দেয়
ভারতীয় সময়-
গ্রহণ স্পর্শ- সন্ধ্যা ৭টা ০৪ মিনিটে।
পূর্ণগ্রাস আরম্ভ– রাত ৮টা ০৩ মিনিটে।
সর্বাধিক গ্রহণ– রাত ৯টা ৪৪ মিনিটে।
পূর্ণগ্রাস শেষ– রাত ১১টা ২৪ মিনিট।
গ্রহণ শেষ– রাত ১২টা ২৩ মিনিট।
গ্রহণ কালে সূর্য, চন্দ্র, কেতু এবং বুধের অবস্থান বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে। রাহুর অবস্থান বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্রে।