শাস্ত্র অনুযায়ী কিছু প্রয়োগ পদ্ধতি এবং কিছু রীতি–নীতির উল্লেখ করা হল, যেগুলো মেনে চললে জীবনে আর্থিক সুস্থিতি আসবে।
১। সবার আগে আপনি ধনী বা মধ্যবিত্ত কিংবা অল্পবিত্ত যা-ই হয়ে থাকুন, সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করবেন। এমন নয় যে আপনার সাধ্য না থাকলেও আপনাকে হাজার হাজার টাকা দান করতে হবে। শ্রদ্ধার সঙ্গে আপনি যতটা পারবেন ততটাই দেবেন। শুধু অর্থদান নয়, বিপদে আপদে মানুষকে যে কোনও ভাবে সাহায্যই দান বলে গণ্য হয়।
২। প্রতি দিন দাঁত ও মুখ পরিষ্কার রাখবেন। সৌভাগ্যলক্ষ্মী তন্ত্রে বলা হয়, যিনি নিয়মিত দাঁত মাজেন না তিনি বিষ্ণুতুল্য গুণী ব্যক্তি হলেও লক্ষ্মী তাঁকে পরিত্যাগ করেন।
৩। খেতে খেতে থালায় দাগ কাটা, থালা বা টেবিল বাজানো লক্ষ্মীপ্রাপ্তির অনুকূল নয়।
৪। প্রতি দিন ভিজে পায়ে, অর্থাৎ খাওয়ার আগে পা জল দিয়ে ধুয়ে কিন্তু না মুছে খেতে বসবেন। এতে আপনার ধন বৃদ্ধি তথা আয়ু বৃদ্ধি হবে।
আরও পড়ুন: তন্ত্রেই সমাধান বহু সমস্যার
৫। বাড়ির পূর্ব দিকে সুগন্ধী সাদা ফুলের গাছ লাগাবেন। সারা বছরে অন্তত একটি পূর্ণিমায় নারায়ণের পুজো তথা সিন্নি দেবেন। এতে পরিবারের মঙ্গল হবে।
৬। সম্ভব হলে সুবর্ণ স্ফটিক মালা বা ব্রেসলেট অভিমন্ত্রিত করে ধারণ করবেন। এতে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। ধনস্থানে সৌভাগ্যলক্ষ্মী পুঁটলি রাখলে সংসারে ধন বৃদ্ধি হবে।
৭। রাশিচক্রে দারিদ্রযোগ বা বাস্তুদোষের কারণে যখন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, তখন প্রতিকারের বিশেষ প্রয়োজন।