ব্যবসায় ক্রেতাকে আকর্ষণ করার কিছু সহজ টোটকা

অনেক সময় এমন হয় যে, ব্যবসা খুব ভাল চলতে চলতে হঠাৎ মন্দা হতে শুরু হল। অথচ একই ব্যবসা আশেপাশের দোকানে বেশ ভাল ভাবে চলছে। এই সময়ে এই রকম কেন হচ্ছে, তা বোঝা খুব কঠিন হয়ে ওঠে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

পুরনো ব্যবসা করছেন বা নতুন ব্যবসা, কিংবা যাঁরা কোনও ব্যবসা শুরু করবেন মনে করছেন, তাঁদের সকলের জন্য এই টোটকা বিশেষ ভাবে কার্যকর। অনেক সময় এমন হয় যে, ব্যবসা খুব ভাল চলতে চলতে হঠাৎ মন্দা হতে শুরু হল। অথচ একই ব্যবসা আশেপাশের দোকানে বেশ ভাল ভাবে চলছে।
এই সময়ে এই রকম কেন হচ্ছে, তা বোঝা খুব কঠিন হয়ে ওঠে। তাই এই সমস্যার কারণ না খুঁজে সমাধান খোঁজা বেশি প্রয়োজন।

Advertisement

আরও পড়ুন: লালকিতাব অনুসারে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় ভাল ফল করতে পারে তার জন্য ১০টি টিপস

দেখে নেওয়া যাক সহজ কোন টোটকার মাধ্যমে এই রকম সমস্যার সমাধান করা যায়—
• প্রথমত, দোকান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকালবেলা দোকান খোলার পর দোকান ঘর ঝাড়ু দিয়ে নিতে হবে এবং তারপর গঙ্গাজল গোটা দোকানে ছিটিয়ে দিতে হবে।
• প্রতি দিন ব্যবসার জায়গায় নিজের ইষ্ট দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। তেল ব্যবহার করা যাবে না।
• একটু গুঁড়ো হলুদ জলে গুলে দোকানের সদর দ্রজার পাশে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং তার ওপর পাঁচটি সিঁদুরের ফোঁটা লাগাতে হবে।
• সাতটা কাঁচা লঙ্কা একটি কালো সুতোয় গেঁথে সব শেষে একটা লেবু দিয়ে তা দোকানের সদর দরজার মাথার ওপর ঝুলিয়ে দিতে হবে।
• যখন ব্যবসার জন্য বাড়ি থেকে বেরোবেন, তখন সব সময় আগে বাঁ পা বাইরে রাখবেন।
• ব্যবসায় আমদানি ভাল করতে একটু কালো জিরে ও কয়েকটা গোলমরিচ দোকানের সামনে ছিটিয়ে দিতে হবে এবং কিছু ক্ষণ পর সেগুলি তুলে কিছুটা দূরে গিয়ে গর্ত করে পুঁতে দিতে হবে। এ রকম পর পর কয়েকটা শনিবার ও মঙ্গলবার করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement