রান্নাঘর থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে হলুদের ব্যবহার বহুল।
আমরা সকলেই জানি যে হলুদের মধ্যে রয়েছে নানা গুণ। শুধু যে হলুদ আমাদের শারীরিক দিকের জন্য ভাল তা-ই নয়। জ্যোতিষের দিক দিয়ে বিচার করলেও দেখা যায় হলুদ আমাদের জীবনে নানা সমস্যার সমাধান করতে পারে। রান্নাঘর থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে হলুদের ব্যবহার বহুল। জ্যোতিষমতে হলুদ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। যদি বৃহস্পতি সবল থাকে তা হলে সন্তান, বিবাহ এবং জীবনের সব ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বৃহস্পতি গ্রহকে সঙ্গে রাখতে এবং নানা সমস্যার সমাধান করতে হলুদের নানা ব্যবহার জেনে নিন।
টোটকা
• জীবনে উন্নতি এবং মানসিক শান্তি পেতে জলে হলুদ মিশিয়ে স্নান করতে হবে।
• নানা সমস্যার সমাধান করতে, বিশেষ করে শারীরিক সুস্থতার জন্য বৃহস্পতিবার হলুদ দান করুন।
• যে কোনও শুভ কাজে বেরনোর আগে হলুদের তিলক লাগালে কাজ সফল হয়।
• বৃহস্পতি গ্রহকে সবল করতে বৃহস্পতিবার পুজো করার পর কপালে হলুদের তিলক লাগান বা কাঁচা হলুদ সুতোয় বেঁধে ধারণ করুন।
• বাড়িতে ভাল কোনও কিছু হওয়ার আগেই বাধা আসছে? প্রতি বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন।
• বিয়েতে বাধা এলে হলুদের তিলক লাগানো শুরু করুন।
• দীর্ঘ দিন অপেক্ষার পরেও বিয়ে হচ্ছে না? প্রতি বৃহস্পতিবার গণেশের পায়ে কাঁচা হলুদ বা হলুদের গুড়ো অর্পণ করুন।
• স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষজনদের মন পাওয়ার জন্য কাঁচা হলুদ, একটু পিতল এবং অল্প গুড় নিয়ে শ্বশুরবাড়ির দিকে পিছন করে ফেলে দিন। এতে যথেষ্ট কাজ হবে।
• ছোট ছোট হলুদের টুকরো করে মালা গেঁথে সেই মালা দিয়ে ইষ্ট দেবতার জপ করুন। এতে বুদ্ধির বিকাশ ঘটবে।