Relationship

বিয়ের সম্বন্ধ বার বার ভেঙে যাচ্ছে? বিয়েতে বাধা আসার বিশেষ কারণ ও প্রতিকার

অনেক বাড়িতেই বিয়ের বয়সি যুবক যুবতীদের ঠিক সময়ে বিয়ে না হওয়ার সমস্যা রয়েছে। এই সমস্যার জেরে নাজেহাল থাকেন বাড়ির বয়স্ক সদস্যরা। জ্যোতিষমতে গ্রহের ফেরে বিয়েতে বাধা আসে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ০৮:২৭
Share:

প্রতীকী চিত্র।

অনেক বাড়িতেই বিয়ের বয়সি যুবক যুবতীদের ঠিক সময়ে বিয়ে না হওয়ার সমস্যা রয়েছে। এই সমস্যার জেরে নাজেহাল থাকেন বাড়ির বয়স্ক সদস্যরা। জ্যোতিষমতে গ্রহের ফেরে বিয়েতে বাধা আসে। পাত্র পাত্রী উভয়ের কারণেই এই সমস্যা আসতে পারে। এ ছাড়া বিয়েতে বাধা আসার অন্যান্য নানা কারণ থাকতে পারে। প্রতিনিয়ত বাড়িতে আমরা এমন কিছু ভুল করি যা আমাদের দিন দিন নানা বিপদের দিকে ঠেলে দেয়। হয়তো এ সব আমাদের অজান্তেই ঘটে।

Advertisement

দেখে নিন বিয়েতে বাধা আসার বিশেষ কারণগুলি—

• অনেকেরই একেবারে নিজের ঘরের সামনে জুতো রাখার অভ্যাস থাকে। এই অভ্যাস অত্যন্ত খারাপ। দরজার সামনে জুতো রাখলে অনেক সময় বিয়েতে বাধা আসতে দেখা যায়। ঘরের সামনে জুতো রাখার অভ্যাস খুব দ্রুত বদলে নেওয়া প্রয়োজন। জুতো ঘরের সামনে না রেখে একটু সরিয়ে রাখলে বিয়েতে বাধা কেটে যাবে।

Advertisement

• বিবাহযোগ্য ছেলেমেয়েদের শোবার ঘরে কোনও ধারালো জিনিস রাখতে নেই। এর ফলে বিয়ের সম্বন্ধ কেটে যায়।

• বিবাহযোগ্য ছেলেমেয়েদের শোবার ঘর কখনও দক্ষিণ-পশ্চিম দিকে করতে নেই।

প্রতিকার

• বিবাহযোগ্য ছেলেমেয়েদের বিয়েতে বার বার বাধা এলে তাঁদের প্রতি বৃহস্পতিবার নতুন পোশাক উপহার দিন। পর পর পাঁচটা বৃহস্পতিবার এই কাজ করতে পারলে খুব উপকার পাওয়া যাবে।

• বিয়েতে বাধা সৃষ্টি হলে প্রতি সোমবার ১০৮টা বেলপাতা এবং দুধ মহাদেবের মাথায় প্রদান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement