অতিরিক্ত গোপন শত্রু? জেনে নিন সহজ প্রতিকার

শত্রুতা-সমস্যার প্রতিকার হাজার একটি আছে। এখানে শত্রুতা থেকে রক্ষা পেতে কিছু সাধারণ প্রতিকার দেখে নেওয়া যাক

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ২৩:৩৭
Share:

শত্রুতা-সমস্যার প্রতিকার হাজার একটি আছে। এখানে শত্রুতা থেকে রক্ষা পেতে কিছু সাধারণ প্রতিকার দেখে নেওয়া যাক:

Advertisement

১। পঞ্চমুখী হনুমান আরাধনা করুন ও যন্ত্রম লকেট ধারণ করুন। প্রতি দিন হনুমান চল্লিশা পাঠ করুন ও হনুমানজিকে অর্পিত মেটে সিঁদুরের ফোঁটা নিয়ে বাড়ি থেকে বেরোন। তুলসীর মালা দিন।

২। রোজ দুর্গা স্তোত্র পাঠ করুন এবং অম্বা যন্ত্রম লকেট ধারণ করুন।

Advertisement

৩। বাড়ির দক্ষিণ দিকে স্টিলের প্রদীপ সরষের তেল ও ন’টা মাস কলাই দিয়ে প্রতি শনিবার জ্বালান।

৪। গৃহে হাবাজ্যোড়ি (বিশেষ জৈবদ্রব্য) প্রতিষ্ঠা করুন।

আরও পড়ুন: পরিবারে মতের অমিল? বাড়িতে এই সমস্যা নেই তো?

৫। জাতকের লগ্নচক্র বিচার করে উপযুক্ত সাধক দ্বারা শত্রুদমন কবচ ধারণ বিশেষ ফলপ্রদ।

৬। ভগবানকে কর্পূর আরতি করার পর পোড়া কর্পূর আরতি করার পর পোড়া কর্পূরের কালো কালি নিয়ে নিজের বাঁ পায়ের তলায় ফোঁটা দিন।

৭। ১০৮টি নিমপাতায় শত্রুর নাম লিখে হনুমানজির ছবি বা মূর্তি চাপা দিয়ে রাখুন।

৮। গৃহে শত্রুতা নাশ বিশা যন্ত্র বা উপযুক্ত অন্যান্য যন্ত্র উপযুক্ত পরামর্শ সাপেক্ষে প্রতিষ্ঠা করুন।

৯। প্রতিষ্ঠিত কালিমন্দিরের সিঁদুর দিয়ে অমাবস্যার রাতে শুদ্ধচিত্তে দরজার ওপর ‘ঔং’ লিখুন। নৃসিংহ, মহাকালী, হনুমান বা দুর্গা যন্ত্রম গৃহে স্থাপনও বিশেষ ফলপ্রদ।

১০। রোজ রাতে কালো সরষে দরজার সামনে ছড়িয়ে ঘুমতে যান।

১১। প্রতি শনিবার কালীমাতার মন্দিরে শনিদেবকে নীল ফুলের মালা অর্পন মালা অর্পণ করুন।

১২। হাঁড়িকাঠের মাটি দিয়ে কাগজে শত্রুর নাম লিখে একটি নুন ভরা হাঁড়িতে রেখে, হাঁড়িটি সরা চাপা দিয়ে নির্জন স্থানে পুঁতে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement