ফাইল চিত্র।
চন্দ্র নিজ কক্ষে ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী অংশে এসে সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয় বা ছায়ার সৃষ্টি করে তখনই ঘটে সূর্য গ্রহণ। সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্ব অনুসারে কখনও সূর্যকে পূর্ণ আড়াল করে, কখনও আংশিক। এই অনুসারে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস সূর্য গ্রহণ সংগঠিত হয়। আগামী ৩০ এপ্রিল ২০২২ সালের প্রথম সূর্য গ্রহণ (আংশিক)।
আগামী ৩০ এপ্রিল সূর্য, চন্দ্র এবং পৃথিবীর অবস্থান অনুসারে চন্দ্র সূর্যের সর্বাধিক ৫৪ শতাংশ আড়াল করবে। যদিও ৩০ এপ্রিলের সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ দৃশ্যমান হবে আমেরিকার কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটল্যান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে।
গ্রহণ শুরু বেলা ১২টা বেজে ১৫ মিনিটে। সর্বাধিক গ্রহণ বেলা ২টো ১১ মিনিটে। গ্রহণ সমাপ্ত বিকেল ৪টে ৭ মিনিটে।
২০২২ সালের পরবর্তী সূর্য গ্রহণ ২৫ অক্টোবর।