রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। প্রতি বছর জগন্নাথদেরের স্মরণে এই উৎসব পালিত হয়। এটি সাধারণত আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। মনোরথদ্বিতীয়াব্রতম্। (অত্র দিবসে বিষ্ণুমভ্যর্চ রাত্রৌ চন্দ্রোদয়ে চন্দ্রার্ঘ্যং দত্ত্বা অনস্তং থেকে চন্দ্রে ভুঞ্জীত। অদ্য কলকাতায় চন্দ্রোদয় ঘ ৬/১৬ মিনিট থেকে ও চন্দ্রাস্ত রাত্রি ঘ ৮/১ মিনিট ) রথদ্বিতীয়া, শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা। ওড়িষা রাজ্যের পুরীর রথযাত্রা বিশ্ব বিখ্যাত। এ ছাড়াও রয়েছে কলকাতায় ইস্কনের রথযাত্রা উৎসব। হুগলি জেলার মাহেশের রথযাত্রাও বিখ্যাত। হিন্দুদের কাছে রথযাত্রা একটি জনপ্রিয় উৎসব। রথযাত্রা উৎসবটি সাত দিন ধরে পালিত হয়। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে বসিয়ে গুণ্ডিচা নামক মন্দিরে তাঁর মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। সাত দিন বাদে আবার তিনি ফিরে আসেন।
এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪২৬ সনের রথযাত্রার নির্ঘণ্ট:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
রথযাত্রা উৎসব:
বাংলা তারিখ: ১৯ আষাঢ় ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ০৪/০৭/২০১৯।
তিথি: দ্বিতীয়া রাত্রি ঘ ১০/৫ মিনিটি (০৩/০৭/২০১৯) থেকে রাত্রি ঘ ০৭/১০ মিনিট পর্যন্ত (০৪/০৭/২০১৯)।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
রথযাত্রা উৎসব:
বাংলা তারিখ: ১৮ আষাঢ় ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ০৪/০৭/২০১৯।
তিথি: দ্বিতীয়া রাত্রি ঘ ১১/১৬ মিনিট (০৩/০৭/২০১৯) থেকে রাত্রি ঘ ০৯/১৩ মিনিট পর্যন্ত (০৪/০৭/২০১৯)।
রথযাত্রার এই দিনটিকে অত্যন্ত পূণ্যবান দিন বলেই মনে করা হয়৷
আরও পড়ুন: বিয়ে করা কখন উচিত, কখন নয়
কথিত আছে, রথযাত্রার দিন কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ৷ লাভ হয় পূণ্যও৷ জেনে নিন সেগুলি-
• গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ।
• গৃহপ্রবেশের মতোই ভিতপুজোর দিন হিসেবেও এই দিন অত্যন্ত শুভ। ইদানিং কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বড় বারোয়ারি দুর্গাপুজোর খুঁটিপুজোও এই দিন করা হয়।
• রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পূণ্য লাভ হয়।
• এই দিন দানধ্যান করুন। এতে অপরিসীম পূণ্য লাভ হয়।
• যে কোনও পূণ্য তিথিকে গঙ্গাস্নান করলে পূণ্য লাভ হয়। সেই মতো রথের দিনেও গঙ্গাস্নান করতে পারেন।
• জগন্নাথ মন্ত্র জপ করলেও পূণ্য হয়। মন্ত্রটি হল— জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।