রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়। এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থ ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
জেনে নেওয়া যাক ১৪২৬ সনের রাখি বন্ধন উৎসবের নির্ঘণ্ট ও সময় এবং রাখি বন্ধনের বিশেষ মন্ত্র:
রাখী বন্ধন উৎসব:
বাংলা তারিখ: ২৯ শ্রাবণ ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ১৫/০৮/২০১৯।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
সময়: ভোর ৫টা ১৭ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: ১৪২৬ সনের ঝুলনযাত্রার নির্ঘণ্ট ও সময়সূচি
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
সময়: ভোর ৫টা ১৪ মিনিট ৫৬ সেকেন্ড থেকে বিকেল ৪টা ৩৭ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত।
রাখি বন্ধনের মন্ত্র:
‘যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ। তেন ত্বাং প্রতিবধ্নামি রক্ষো মা চল মা চল’।।