যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন চাঁদের যে পিঠ আলোকিত তা দেখা যায় না এবং চাঁদের অন্ধকার দিকটা আমাদের চোখে পড়ে, তখনই অমাবস্যা ঘটে।
এখন দেখে নেওয়া যাক ১৪২৬ সালের বৈশাখ মাসের অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ১৯ বৈশাখ ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ৩/৫/২০১৯।
সময়: শেষরাত্রি ঘ ০৪/০৪ মিনিট থেকে।
আরও পড়ুন: বিয়ে হচ্ছে না? দাম্পত্য কলহ? এই মন্ত্র পাঠ করলে উপকার পাবেন
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ২০ বৈশাখ ১৪২৬, শনিবার
ইং তারিখ: ৪/৫/২০১৯।
সময়: শেষরাত্রি ঘ ০৪/১৬ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ২০ বৈশাখ ১৪২৬, শনিবার।
ইং তারিখ: ০৪/০৫/২০১৯।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে:
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ১৯ বৈশাখ ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ৩/৫/২০১৯।
সময়: রাত্রি ঘ ৩/৪১ মিনিট থেকে।
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ২০ বৈশাখ ১৪২৬, শনিবার।
ইং তারিখ: ০৪/০৫/২০১৯।
সময়: শেষরাত্রি ঘ ০৪/০৯ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ২০ বৈশাখ ১৪২৬, শনিবার।
ইং তারিখ: ০৪/০৫/২০১৯।