১৪২৬ সনের কার্তিক পূজা এবং সংক্রান্তির নির্ঘণ্ট ও সময়সূচি

কার্তিকেয় বা কার্তিক হিন্দু যুদ্ধদেবতা। তিনি শিব ও দুর্গার সন্তান। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ছিল। অন্যান্য হিন্দু দেবদেবীর মতো কার্তিকও একাধিক নামে অভিহিত হন। যেমন কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি ইত্যাদি।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share:

কার্তিকেয় বা কার্তিক হিন্দু যুদ্ধদেবতা। তিনি শিব ও দুর্গার সন্তান। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ছিল। অন্যান্য হিন্দু দেবদেবীর মতো কার্তিকও একাধিক নামে অভিহিত হন। যেমন কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি ইত্যাদি।

Advertisement

বাংলায় কার্তিক সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয়। তাকে নিয়ে আছে ছড়াও—

‘কার্তিক ঠাকুর হ্যাংলা,

Advertisement

একবার আসেন মায়ের সাথে,

একবার আসেন একলা।’

আরও পড়ুন: সম্পত্তি চার গুণ বৃদ্ধি করতে ঘরের ‘কোণ’ কতটা সাহায্য করে জানেন?

আসুন এবার জেনে নেওয়া ১৪২৬ সনে কার্তিক পূজার দিনক্ষণ বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ৩০ কার্তিক ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ১৭/১১/২০১৯।

বিষ্ণুপদী সংক্রান্তি: রাত্রি ১২টা ৫১ মিনিট থেকে বেলা ১১টা ২২ মধ্যে সংক্রান্তিকৃত্য স্নানদানাদি।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ৩০ কার্তিক ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ১৭/১১/২০১৯।

বিষ্ণুপদী সংক্রান্তি: বেলা ১২টা ১১ মিনিট মধ্যে সংক্রান্তিকৃত্য স্নানদানাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement