Kali Puja 2018

বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে শ্রীশ্রীকালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

অমাবস্যার নিশিপালন। মধ্যরাত্রৌ (নিশীথরাত্রি ঘ ১০/৫৬ গতে রাত্রি ঘ ১১/৪৪ মধ্যে) শ্রীশ্রীশ্যামাপূজা, শ্রীশ্রীকালীপূজা, শ্রীশ্রীতারাদেবীর আবির্ভাব।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ১৪:১২
Share:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

Advertisement

২০ কার্তিক( ভাঃ ১৫ কার্তিক) ইং ৬ নভেম্বর, ২০১৮, মঙ্গলবার-

চতুর্দশী রাত্রি ঘ ১০/২৭। চতুর্দশ শাকভক্ষণম্। চতুর্দশ দীপদানম্।

Advertisement

অমাবস্যার নিশিপালন। মধ্যরাত্রৌ (নিশীথরাত্রি ঘ ১০/৫৬ গতে রাত্রি ঘ ১১/৪৪ মধ্যে) শ্রীশ্রীশ্যামাপূজা, শ্রীশ্রীকালীপূজা, শ্রীশ্রীতারাদেবীর আবির্ভাব।

২১ কার্তিক (ভাঃ ১৬ কার্তিক) ইং-৭ নভেম্বর,২০১৮, বুধবার—

অমাবস্যা রাত্রি ঘ ৯/৩২। অমাবসার ব্রতোপবাস। দীপান্বিতা পার্বণশ্রাদ্ধ। দীপান্বিতাকৃত্যম্। সায়ংসন্ধ্যা নাস্তি। দীপাবলী, দেওয়ালী। প্রদোষে (সন্ধ্যা ঘ ৪/৫৩ গতে রাত্রি ঘ ৬/২৯ মধ্যে) শ্রীশ্রীমহালক্ষ্মী ও শ্রীশ্রীঅলক্ষ্মীপূজা এবং উল্কাদানাদি।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

১৯ কার্তিক (ভাঃ ১৫ কার্তিক) ইং ৬ নভেম্বর, ২০১৮, মঙ্গলবার-

চতুর্দশী রাত্রি ঘ ৯/৫৯/৫৮। চতুর্দশ শাকভক্ষণম্। চতুর্দশ দীপদানম্।

অমাবস্যার নিশিপালন। মধ্যরাত্রিতে শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীতারাদেবীর আবির্ভাব।

২০ কার্তিক (ভাঃ ১৬ কার্তিক) ইং- ৭ নভেম্বর,২০১৮, বুধবার—

অমাবস্যা রাত্রি ঘ ৯/১০/৪৫ সেকেন্ড। অমাবসার ব্রতোপবাস। দীপান্বিতা পার্বণশ্রাদ্ধ। দীপান্বিতাকৃত্যম্। সায়ংসন্ধ্যা নাস্তি। দীপাবলী, দেওয়ালী। প্রদোষে (সন্ধ্যা ঘ ৪/৫২/১৮ থেকে রাত্রি ঘ ৬/২৮/১৮ সেকেন্ড মধ্যে) শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মীপূজা এবং উল্কাদানাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement