Guru Purnima

Guru Purnima 2022: বুধবার পূর্ণ গুরু পূর্ণিমা, জেনে নিন নির্ঘণ্ট

আগামী পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস, মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ০৮:৩০
Share:

প্রতীকী চিত্র।

শাস্ত্রমতে প্রত্যেক পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। আগামী পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস, মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন। মহর্ষি বেদব্যাস সর্বশ্রেষ্ঠ গুরু। তাঁর জন্মতিথি গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার পূণ্য তিথি গুরু আরাধনার সর্বশ্রেষ্ঠ তিথি হিসাবে পালন করা হয়। ভগবান মহাবীর এই পূণ্য তিথিতে তাঁর প্রধান শিষ্যকে দীক্ষা দান করেন। শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব এই তিথিতে সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। ভগবান বুদ্ধ বোধিজ্ঞান লাভের পর পূণ্য গুরু পূর্ণিমার তিথিতে তাঁর পাঁচ সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন।

Advertisement

গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে গুরু আরাধনা বিশেষ শুভ ফল দান করে। গুরুর আশীর্বাদে গুরু দোষ হ্রাস পায়।

আগামী ১৩ জুলাই, ২৮ আষাঢ়, বুধবার পূণ্য গুরু পূর্ণিমা।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা– ২৭ আষাঢ়, মঙ্গলবার।

ইংরজি– ১২ জুলাই , মঙ্গলবার।

সময়– রাত ৪টে ২ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ২৮ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ১৩ জুলাই, বুধবার।

সময়– রাত ১২টা ০৮ মিনিট।

২৮ আষাঢ়, ১৩ জুলাই বুধবার পূর্ণিমার ব্রতোপবাস ও নিশিপালন।

২৮ আষাঢ়, ১৩ জুলাই বুধবার শ্রীশ্রী গুরু পূর্ণিমা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা– ২৭ আষাঢ়, মঙ্গলবার।

ইংরেজি– ১২ জুলাই, মঙ্গলবার।

সময়– রাত ২টো ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ

বাংলা– ২৮ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ১৩ জুলাই, বুধবার।

সময়– রাত ১২টা ২৮ মিনিট ৩৫ সেকেন্ড।

২৮ আষাঢ়, ১৩ জুলাই বুধবার পূর্ণিমার ব্রতোপবাস ও নিশিপালন।

২৮ আষাঢ়, ১৩ জুলাই বুধবার শ্রীশ্রী গুরু পূর্ণিমা, শ্রীশ্রী ব্যাসপূজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement