রঙের উৎসব দোল বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪২৫ সনের দোল পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি:
বিশুদ্ধ সিদ্ধন্ত পঞ্জিকা মতে:
৫ চৈত্র, বুধবার, ১৪২৫, ইংরাজি ২০ মার্চ, ২০১৯ সায়ংকালে বহ্নূৎসব (চাঁচর)। হোলিকাদহন উৎসব, পরারুণোদয়ে শ্রীশ্রীকৃষ্ণের দোলপূজা এবং শ্রীশ্রীদেবীর দোলযাত্রানুষ্ঠান।
৬ চৈত্র, বৃহস্পতিবার, ১৪২৫, ইংরাজি ২১ মার্চ, ২০১৯ পূর্বারুণোদয়ে শ্রীশ্রীকৃষ্ণের দোল যাত্রা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, বসন্তোৎসব, মাতিয়া উৎসব।
পূর্ণিমা দিবা ৭টা ১৩ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: রাশি অনুযায়ী গণেশ মন্ত্র পাঠ করুন, সমস্যার সমাধান হবে
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
৫ চৈত্র, বুধবার, ১৪২৫, ইংরাজি ২০ মার্চ, ২০১৯ সায়ংকালে বহ্নূৎসব (চাঁচর)। হোলিকাদহন উৎসব, পরারুণোদয়ে শ্রীশ্রীকৃষ্ণের দোলপূজা এবং শ্রীশ্রীদেবীর দোলযাত্রানুষ্ঠান। পূর্ণিমা দিবা ৯টা ৪০ মিনিট থেকে।
৬ চৈত্র, বৃহস্পতিবার, ১৪২৫, ইংরাজি ২১ মার্চ, ২০১৯ পূর্বারুণোদয়ে শ্রীশ্রীকৃষ্ণের দোল যাত্রা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, বসন্তোৎসব, মাতিয়া উৎসব।
পূর্ণিমা দিবা ৭টা ২৪ মিনিট পর্যন্ত।