ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস৷ ধনতেরাসের শুভলগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু৷ বলা হয় যে, আজকের দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে।
জেনে নেওয়া যাক ত্রয়োদশীর নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা) মতে:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
ত্রয়োদশী তিথি আরম্ভ:
বাংলা তারিখ: ৭ কার্তিক ১৪২৬, শুক্রবার।
ইংরেজি তারিখ: ২৫/১০/২০১৯।
সময়: সন্ধ্যা ঘ ৭/৮ মিনিট থেকে।
আরও পড়ুন: ধনতেরাস কী এবং কেন পালিত হয়?
ত্রয়োদশী তিথি শেষ:
বাংলা তারিখ: ৮ কার্তিক ১৪২৬, শনিবার।
ইংরেজি তারিখ: ২৬/১০/২০১৯।
সময়: দুপুর ঘ ৩/৪৭ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
ত্রয়োদশী তিথি আরম্ভ:
বাংলা তারিখ: ৭ কার্তিক ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ২৫/১০/২০১৯।
সময়: বিকাল ঘ ৪/২৪ মিনিট থেকে।
ত্রয়োদশী তিথি শেষ:
বাংলা তারিখ: ৮ কার্তিক ১৪২৬, শনিবার।
ইং তারিখ: ২৬/১০/২০১৯।
সময়: দুপুর ঘ ০২/০১ মিনিট পর্যন্ত।
এখন জেনে নেওয়া যাক ধনতেরাসের কেনাকাটা করার শুভক্ষণ:
বাংলা তারিখ: ৭ কার্তিক ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ২৫/১০/২০১৯।
শুভক্ষণ: সন্ধ্যা ঘ ৭/৮ মিনিট থেকে রাত ঘ ৮/২২ মিনিট পর্যন্ত কেনাকাটা করার শুভ সময়। এই সময়ের মধ্যে পবিত্র কিছু জিনিস কিনলে লক্ষ্মীর আগমন ঘটে বলে মনে করা হয়।