প্রতীকী চিত্র
বৈশাখ মাসের পূর্ণিমা শুভ বুদ্ধপূর্ণিমা। বুদ্ধপূর্ণিমার শুভ দিনটি তিনটি স্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধ রাজা শুদ্ধধন এবং রানি মায়াদেবীর সন্তান রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। এই শুভ তিথিতেই ভগবান বুদ্ধ সিদ্ধিলাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বৌদ্ধ ধর্মাবিলম্বী এবং সমগ্র হিন্দু ধর্মাবিলম্বীদের কাছে এই তিথি অতি পূণ্য তিথি। আগামী ১৬ মে সোমবার শুভ বুদ্ধপূর্ণিমা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ—
বাংলা– ৩১ বৈশাখ, রবিবার।
ইংরেজি– ১৫ মে, রবিবার।
সময়– দুপুর ১২টা ৪৭ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ১ জ্যৈষ্ঠ, সোমবার।
ইংরেজি– ১৬ মে, সোমবার।
সময়– সকাল ৯টা ৪৪ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ৩১ বৈশাখ, রবিবার।
ইংরেজি– ১৫ মে, রবিবার।
সময়– ১১টা ৫১ মিনিট ৩১ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ১ জ্যৈষ্ঠ, সোমবার।
ইংরেজি– ১৬ মে, সোমবার।
সময়– ৯টা ৫৮ মিনিট ৩৫ সেকেন্ড।