প্রতীকী চিত্র।
সমস্ত বাধা বিপদ থেকে রক্ষা করেন যিনি তিনিই সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী। দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যা করে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণী দেবী দুর্গারই এক রূপ। দেবী কখনও দশভুজা, কখনও চতুর্ভুজা। দেবী দুর্গার বিভিন্ন অবতারের এক রূপ হল বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দুর্গারই উপাসনা। বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টোরথের মধ্যের মঙ্গল এবং শনিবার বিপত্তারিণী ব্রতের রীতি।
আগামী ২৮ আষাঢ়, ১৩ জুলাই, মঙ্গলবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন।
শাস্ত্রমতে তৃতীয়া তিথির উপাস্য দেবী হলেন দেবী গৌরী। এই দিনে দেবী বিপত্তারিণীর উপাসনায় বিশেষ শুভ ফল প্রাপ্তি হবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
২৮ আষাঢ়, ১৩ জুলাই, মঙ্গলবার।
তিথি– (আষাঢ় শুক্লপক্ষ) তৃতীয়া সকাল ৮টা ২৫ মিনিট পর্যন্ত, পরে চতুর্থী তিথি।
নক্ষত্র– মঘা, রাত ৩টে ৪১ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
২৮ আষাঢ়, ১৩ জুলাই, মঙ্গলবার।
তিথি– (আষাঢ় শুক্লপক্ষ) তৃতীয়া তিথি সকাল ৭টা ১৪ মিনিট ১৯ সেকেন্ড পর্যন্ত, পরে চতুর্থী তিথি।
নক্ষত্র– মঘা, রাত ৩টে ১১ মিনিট ০৩ সেকেন্ড।