শ্রীশ্রী বাসন্তী দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ১৪২৫ সনের শ্রীশ্রী বাসন্তী দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৪:০৯
Share:

দেখতে দেখতে আবার এসে গেল শ্রীশ্রীবাসন্তী দুর্গাপূজা। এই পুজো ঘিরে বাঙালির হৃদয় ভরে ওঠে খুশিতে। আমরা সকলেই জানি, মা আশ্বিন মাসে আসেন দুর্গা এবং চৈত্র মাসে আসেন বাসন্তী পূজোরূপে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ১৪২৫ সনের শ্রীশ্রী বাসন্তী দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

বাংলা তারিখ: ২৭ চৈত্র ১৪২৫ বৃহস্পতিবার।

ইং তারিখ: ১১/৪/২০১৯।

সময়: ষষ্ঠী দিবা ঘ ২/৪২ মিনিট মধ্যে অশোক ষষ্ঠী, মতান্তরে স্কন্দষষ্ঠী। সায়ংকালে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। (কামরুপীয় নিবন্ধানুসারে দিবা ঘ ৯/৩৩ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা।)

বাংলা তারিখ: ২৮ চৈত্র ১৪২৫ শুক্রবার।

ইং তারিখ: ১২/৪/২০১৯।

সময়: শ্রীশ্রীবাসন্তী সপ্তমী। পূর্বাহ্ন ঘ ৯/৩৩ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ঘ ৮/৩১ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর দোলায় আগমন। ফল- মরক।

রাত্রি ঘ ১১/১৪ মিনিট থেকে ১২/২ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অর্দ্ধরাত্রি বিহিত পূজা।

শ্রীশ্রীদেবীর বাসন্তীযাত্রা।

বাংলা তারিখ: ২৯ চৈত্র ১৪২৫ শনিবার।

ইং তারিখ: ১৩/৪/২০১৯।

সময়: পূর্বাহ্ন ঘ ৯/৩৩ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ঘ ৬/৫৬ মিনিট থেকে পূর্বাহ্ন মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। দিবা ঘ ১১/১৮ মিনিট গতে সন্ধিপূজারম্ভ। দিবা ঘ ১১/৪২ মিনিট গতে বলিদান। দিবা ঘ ১২/৬ মিঃ মধ্যে সন্ধিপূজা সমাপন।

বাংলা তারিখ: ৩০ চৈত্র ১৪২৫ রবিবার।

ইং তারিখ: ১৪/৪/২০১৯।

সময়: দিবা ঘ ৯/৩৩ মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পূজা ও কেবল নবমী কল্পারম্ভে পূজা প্রশস্তা

বাংলা তারিখ: ১ বৈশাখ ১৪২৬ সোমবার।

ইং তারিখ: ১৫/৪/২০১৯।

সময়: পূর্বাহ্ন ঘ ৭/৮ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে ঘ ৬/৫৬ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর গজে গমন। ফল: শস্যপূর্ণা বসুন্ধরা।

আরও পড়ুন: কোন গণের সঙ্গে কোন গণের বিয়ে হওয়া একেবারেই উচিত নয়

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ২৭ চৈত্র ১৪২৫ বৃহস্পতিবার।

ইং তারিখ: ১১/৪/২০১৯।

সময়: ষষ্ঠী দিবা ঘ ১২/১৮ মিনিট মধ্যে অশোক ষষ্ঠী মতান্তরে স্কন্দ ষষ্ঠী, সায়ংকালে শ্রীশ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সকাল ৮ টায় পূজা আরম্ভ।

দেবীর দোলায় আগমন। ফল মরক।

বাংলা তারিখ: ২৮ চৈত্র ১৪২৫ শুক্রবার।

ইং তারিখ: ১২/৪/২০১৯।

সময়: মহাসপ্তমী। দিবা ঘ১০/৩২/ দিবা ঘ ৮/৩২ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা ও পুষ্পাঞ্জলী।

বাংলা তারিখ: ২৯ চৈত্র ১৪২৫ শনিবার।

ইং তারিখ: ১৩/৪/২০১৯।

সময়: মহাঅষ্টমী দিবা ৮/২৯ মিঃ পর্যন্ত, ভোর ৫টা গতে অষ্টমী বিহিত পূজারম্ভ, দিবা ৭টায় অষ্টমী পূজা সমাপন। সন্ধিপূজা: দিবা ৮ টায় সন্ধিপূজারম্ভ, ৮/২৯ মিনিট গতে বলিদান, ও ৮/৫৩ মিনিট মধ্যে সন্ধি পূজা সমাপন।

বাংলা তারিখ: ৩০ চৈত্র ১৪২৫ রবিবার।

ইং তারিখ: ১৪/৪/২০১৯।

সময়: মহানবমী সকাল ঘ ৬/ ১৬ মিঃ মধ্যে শ্রীশ্রী বাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পূজা সমাপ্ত।

বাংলা তারিখ: ৩০ চৈত্র ১৪২৫ রবিবার।

ইং তারিখ: ১৪/৪/২০১৯।

সময়: বিজয়া দশমী: সকাল ঘ ৬/১৬ মিঃ পরে দশমী, রাত্রি ঘ ৩/৫৪ মিনিট পর্যন্ত। সকাল ঘ ৬/১৬ মিনিট গতে পূর্বাহ্ন ঘ ৯/৩৩ মিনিট মধ্যে দ্বাত্বক চরলগ্নে ও চরণাবংশে শ্রীশ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপন্তে বিসর্জন প্রশস্তা।

দেবীর গজে গমন। ফল: শস্যপূর্ণা বসুন্ধরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement