মানুষের জীবনে যত প্রকার সম্পর্ক রয়েছে তার মধ্যে সবথেকে পবিত্র এবং মধুর সম্পর্ক হল মা এবং সন্তানের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে থাকে অভাবনীয় একটি বন্ধন। এই সম্পর্ক শুধু মাত্র অনুভবের মাধ্যমে বোঝা যেতে পারে। মা তাঁর সমস্ত কিছু ছেড়ে দিতে পারেন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আর এই সম্পর্কে যখন ছেদ এসে পড়ে তখন জীবনের সব কিছুই মূল্যহীন বলে মনে হয়। জ্যোতিষশাস্ত্র মতে জন্মছকে গ্রহের অবস্থানের জন্য অনেক সময় মা এবং সন্তানের এত দৃঢ় সম্পর্কেও শত্রুতার সৃষ্টি হয়।
গ্রহের কোন অবস্থানের ফলে মাতৃশত্রু যোগ সৃষ্টি হয়—
বুধ লগ্নপতি ও চতুর্থপতি হয়ে যদি পাপ গ্রহ দ্বারা পূর্ণ দৃষ্ট হয় তখন মাতৃশত্রু যোগ সৃষ্টি হয়। তবে এই ধরনের যোগ মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই বেশির ভাগ প্রযোজ্য হয়ে থাকে, কারণ মিথুনলগ্ন জাতক জাতিকার বুধ লগ্নপতি ও চতুর্থপতি।
আরও পড়ুন: জন্মছকে এই যোগ থাকলে মানুষ অত্যন্ত পরাক্রমী ও সাহসী হন
এই যোগের ফলাফল—
• এই যোগ থাকলে কোনও না কোনও কারণে সন্তান মায়ের দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন।
• এই ধরনের যোগে সন্তান মাকে ঘৃণার চোখে দেখবেন।
• মায়ের প্রতি যে সম্মান দেওয়া উচিত তা কোনও ভাবেই সন্তান দিতে পারবেন না।
• মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য তা থেকে সর্বদাই সন্তান মুখ ফিরিয়ে থাকবেন।
• মায়ের প্রতি দায়িত্ব পালন করতে অক্ষম হবেন।