Fortune

এই সব জিনিস হঠাৎ বাড়িতে এলে বুঝবেন সেই মুহূর্ত থেকে ভাগ্যের উদয় শুরু হল

মানুষের ভাগ্যের উদয় যে কখন শুরু হবে তা বুঝে ওঠা বেশ কঠিন। আমরা সকলেই চাই আমাদের ঘুমন্ত ভাগ্য হঠাৎ করে জেগে উঠুক। কিন্তু এমনটা মনে করলেই যে হবে তা নয়।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৫
Share:

প্রতীকী চিত্র।

মানুষের ভাগ্যের উদয় যে কখন শুরু হবে তা বুঝে ওঠা বেশ কঠিন। আমরা সকলেই চাই আমাদের ঘুমন্ত ভাগ্য হঠাৎ করে জেগে উঠুক। কিন্তু এমনটা মনে করলেই যে হবে তা নয়। আমরা অনেক চেষ্টা করি যাতে ভাগ্য সর্বদা আমাদের সঙ্গ দেয়। আবার কিছু সঙ্কেত আছে যা থেকে বোঝা যায় ভাগ্য চমকাতে চলেছে। জ্যোতিষমতে কিছু জিনিস রয়েছে যেগুলি যদি হঠাৎ বাড়িতে এসে পড়ে তা হলে ভাগ্যের উদয় হয় খুব দ্রুত।

Advertisement

দেখে নিন জিনিসগুলো কী কী—

• বাড়িতে হঠাৎ টিয়াপাখি এসে বসা অত্যন্ত শুভ লক্ষণ। যদি সেই টিয়াপাখির একটি পালক বাড়িতে পড়ে তা হলে বুঝবেন আপনার সুখের সময় শুরু।

Advertisement

• যদি আশেপাশের বাড়ি থেকে কোনও ফুল উড়ে এসে পড়ে, তা হলে ভাগ্যের উন্নতি হয় খুব দ্রুত। যদি সাদা রঙের ফুল হয় তবে আরও সুফল পাওয়া যায়।

• হঠাৎ যদি বাড়িতে সাদা পায়রা এসে বসে তা হলে সেই বাড়িতে ধন বৃদ্ধি হবেই।

• ভুল করে যদি কোনও শুভ সংবাদ বাড়িতে চলে আসে তা হলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন শুরু হতে চলেছে।

• বাড়িতে হঠাৎ যদি গরু চলে আসে তা হলে জানবেন খুব শীঘ্র আপার সম্মান বৃদ্ধি পেতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement