চুল নারীর ভূষণ। ঘন লম্বা চুল প্রায় সব মেয়েরই চাহিদা হয়। পুরুষ, নারী সকলকেই চুল না থাকলে বেমানান মনে হয়। মাথা ভর্তি চুল সব মানুষকেই একটা অনন্য সৌন্দর্য্য প্রদান করে। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়সে চুল পড়া, অকাল পক্কতার মতো নানা সমস্যার। শত ডাক্তারি পরামর্শ সত্ত্বেও উপকার পাওয়া যায় না। জ্যোতিষমতে এই সমস্যাগুলির সৃষ্টি হয় রাশির ওপর ভিত্তি করে। চুল নিয়ে এক এক রাশির এক এক ধরনের সমস্যা হয়।
দেখে নেওয়া যাক চুল নিয়ে কোন রাশির কী ধরনের সমস্যা হয়—
গ্রহের অবস্থানের সঙ্গে চুলের সম্পর্ক:
মঙ্গল গ্রহ আমাদের চুলের অবস্থা নিয়ন্ত্রণ করে। যদি জন্মছকে মঙ্গল খারাপ হয়, তবে চুল পড়তে দেখা যায়। যে জন্মছকে মঙ্গলের অবস্থান ভাল, তাঁদের চুল তো বটেই, জীবনের বহু সামস্যার দ্রুত সমাধান হয়ে যায়।
আরও পড়ুন: চোখের মণির রং বলে দেবে আপনার স্বভাবের এই সব দিক
কোন কোন রাশির সবথেকে বেশি চুল পড়ে:
জ্যোতিষমতে এমন কিছু রাশি রয়েছে, যাঁদের খুব কম বয়সে খুব বেশি চুল পড়ে যায়। তুলা ও মেষ রাশির খুব অল্প বয়সেই বেশি চুল পড়ে। এ ছাড়া আরও অন্যান্য রাশি যাঁদের চুল পড়ার প্রবণতা থাকে যেমন, ধনু, সিংহ, কুম্ভ ও মকর।
অকাল পক্কতা:
যদি জন্মছকে চন্দ্রের সমস্যা থাকে, তা হলে খুব কম বয়সে চুল সাদা হয়ে যায়। এ ছাড়া যদি জন্মছকে শনি ও রাহু সমান্তরাল ভাবে অবস্থান করে, তা হলেও চুল সাদা হতে দেখা যায়।
অতিরিক্ত খুশকি হওয়া:
জন্মছকে রাহু ও চন্দ্রের মিলিত সমাগমে খুশকি হয়।