‘ওঁ’ কথার অর্থ কী

ইসলাম ধর্মে প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে অর্ধচন্দ্র ও তারা। খ্রিস্টধর্মের প্রতীক ক্রুশ ও বেল। ক্রুশ পবিত্রতার প্রতীক।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০০:০০
Share:

ইসলাম ধর্মে প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে অর্ধচন্দ্র ও তারা। খ্রিস্টধর্মের প্রতীক ক্রুশ ও বেল। ক্রুশ পবিত্রতার প্রতীক। এর অর্থ মানবজাতির পরিত্রাণ। বেল বা ঘণ্টার দ্বারা পরমপিতাকে আহ্বান করা হয়। এ জন্য গির্জায় নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজে। এর মধ্যে দিয়ে ঈশ্বর অনুরাগীদেরও আহ্বান করা হয়।

Advertisement

সনাতন ধর্মে দু’রকমের প্রতীক আছে, শব্দ প্রতীক ও সাকার প্রতীক। শব্দের মধ্য দিয়ে মন্ত্র উচ্চারণ করা হয়। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আধ্যাত্মিক উন্নতি হয়।

এখন দেখে নেওয়া যাক শব্দ প্রতীক কী:

Advertisement

‘ওঁ’, ওঁ উচ্চারণ অত্যন্ত পবিত্র। ঈশ্বরের তিনটি কর্ম— সৃষ্টি, স্থিতি ও বিনাশ। এই তিন কার্য সম্পন্ন করার জন্য তিন দেবতার সৃষ্টি করেছেন। এঁরা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর। অন্যান্য সকল দেবদেবী এঁদের অধীন। তাই ওঁ- অ উ ম, এই তিন অক্ষর তিন দেবতার শক্তির পরিচয়।

আরও পড়ুন: আমাদের জীবন সংগ্রামে অনাহতচক্র ব্লক থাকলে কি ক্ষতি হতে পারে

অ- সৃষ্টির সূচক (ব্রহ্মা)

উ- স্থিতির সূচক (বিষ্ণু)

ম- বিনাশের সূচক (শঙ্কর)

ইংরেজিতে GOD শব্দের অর্থও তাই।

G- Generator (সৃষ্টি)

O- Operator (স্থিতি বা পালন)

D- Destructor (লয় বা বিনাশ)।

ওঁ উচ্চারণ করলে শারীরিক ও মানসিক শক্তির সৃষ্টি হয়। মনে একাগ্রতা আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement