আঙুলে তামার আংটি ধারণ করার নানা সুফল রয়েছে।
হিন্দু ধর্ম অনুযায়ী তামা, সোনা, রুপো খুবই শুভ ধাতু। হিন্দুধর্মের প্রায় সব পুজোতেই এই তিনটি ধাতু ব্যবহার করা হয়।এই তিনটি ধাতু খুবই শুভ হওয়ার জন্য অনেকেই এই ধাতুর গয়না তৈরি করে থাকেন। তামাকে রবি গ্রহ অর্থাৎ সূর্যদেবের ধাতু হিসেবে দেখা হয়। আমরা যে শুধু মাত্র গয়না হিসেবে বা নিজেকে সাজানোর জন্য আংটি ধারণ করি তা নয়। আঙুলে তামার আংটি ধারণ করার নানা সুফল রয়েছে। জীবনে নানা সমস্যার হাত থেকে রক্ষা পেতে আমরা নানা ব্যবস্থা নিয়ে থাকি। তাঁর মধ্যে বিশেষ ফলদায়ী প্রতিকার হল অনামিকা বা হাতের যে কোনও আঙুলে তামার আংটি ধারণ করা।
• আঙুলে তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায়। সূর্যদেবের কৃপায় ধন সম্পদ, পুত্র, আয়ু, বিদ্যা, যশ, মিত্র, কীর্তি, বৈভব, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি লাভ করা যায়।
• অনামিকায় তামার আংটি পরলে আর্থিক উন্নতি হতেও দেখা যায়।
• এ ছাড়া তামার আংটি ধারণ করলে নানাবিধ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পেটের অসুখ কম হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
• সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলে এবং তাঁর আশির্বাদ প্রাপ্তি হলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
• অনামিকায় তামার আংটি ধারণ করলে জন্মকুণ্ডলীতে থাকা রবি গ্রহের দোষ অনেকটা কমে যায়।
• যদি মঙ্গলের স্থান দুর্বল থাকে তা হলে সেই দোষ থেকেও মুক্তি পাওয়া যায়।