অনেক ছাত্রের বাবা, মায়েদের বিভিন্ন চিন্তার মধ্যে একটি প্রশ্ন থেকেই যায়। কেউ বলে, ছেলে মেয়ে একদম পড়াশোনা করছে না। কেউ বলে, সন্তান সারা দিন বই নিয়ে বসে থাকে, কিন্তু কিছু মনে রাখতে পারছে না। কেউ বলে, পরীক্ষা এলেই শরীর খারাপ হয়ে পড়ে। কারও আবার অভিযোগ, সন্তান পরীক্ষা ভাল দিচ্ছে কিন্তু রেজাল্ট মনমতো হচ্ছে না। এই রকম হাজারো সমস্যা নিয়ে বাবা, মা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধানে থাকল কয়েকটা টোটকা—
১। পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করতে হবে।
২। বাড়ির উত্তর-পূর্ব ঘরে এবং ঘরের উত্তর-পূর্ব কোণে বসে পড়াশোনা করলে রেজাল্ট ভাল হয়।
৩। পড়ার টেবিলের ওপর সবুজ কাপড় বা রেক্সিন বিছিয়ে তার ওপর কাচ দিয়ে দিলে ভাল।
৪। পড়ার টেবিলের ওপর ক্রিস্টাল বল ঝুলিয়ে দিন। বলটি রোজ একটু রোদে রাখতে পারলে ভাল।
৫। নীল সরস্বতী কবচ অথবা অষ্টবিনায়ক কবচ ধারণ করলে রেজাল্ট ভাল হয়।
৬। চারমুখী রুদ্রাক্ষ অথবা গণেশ রুদ্রাক্ষ ধারণে রেজাল্ট ভাল হয়।
৭। সরস্বতী যন্ত্রম এবং গণেশ যন্ত্রম স্থাপন করে নিত্য ধূপ দেখিয়ে পুজো করলে রেজাল্ট ভাল হয়।
৮। পড়ার টেবিলের ওপর কাচের গ্লাসে জল রেখে তার মধ্যে কয়েকটা মুক্তো রেখে দিলে ভাল রেজাল্ট হয় এবং পরীক্ষার্থীর টেনশন কাটে।
৯। কয়েকটা পেন্সিল ছুলে সূঁচালো মুখ উপর দিক করে রেখে দিন কাচের গ্লাসের মধ্যে। মেধার তীব্রতা বাড়বে।
১০। দশা-অন্তর্দশায় গ্রহদের জপ, যজ্ঞ ও গ্রহশান্তি করালে রেজাল্ট ভাল হয়।