ফাঁড়া কাটাবার জন্য বিশেষ কয়েকটি মন্ত্র

এখন দেখে নেওয়া যাক কী ধরনের ফাঁড়ার হাত থেকে বাঁচতে কী ভাবে মন্ত্র পাঠ করা উচিত

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

প্রতীকী ছবি।

ফাঁড়া শব্দটির সঙ্গে মোটামুটি আমরা সবাই পরিচিত। তবে ফাঁড়া শব্দটি শুনলে আমাদের প্রত্যেকেরই মনটা কেমন হয়ে যায়। একটা অজানা ভয়, অজানা আতঙ্ক আমাদের মনকে ঘিরে ধরে। একটা অনিশ্চয়তা, একটা দুর্ভাবনা, একটা অশুভ কিছু ঘটার সম্ভাবনা মনের অস্থিরতা বাড়িয়ে দেয়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কী ধরনের ফাঁড়ার হাত থেকে বাঁচতে কী ভাবে মন্ত্র পাঠ করা উচিত-

দুর্ঘটনা থেকে বাঁচার জন্য প্রতি দিন সকালে স্নান করে উঠে এই মন্ত্রটি পাঠ করতে হবে। যারা ট্রেনে, বাসে আসা-যাওয়া করেন, যারা গাড়ি চালান বা যারা খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটান, তারা এই মন্ত্র প্রতি দিন এগারো বার করে পাঠ করুন-

Advertisement

মন্ত্রঃ-- ওঁ হোং জুং স্বঃ ওং।

অকালমৃত্যু যোগ, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি থেকে মুক্তির জন্য প্রতি দিন তিন বার অথবা ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন----

মন্ত্রঃ—‘ওঁ ত্রয়ম্বকম্ যজামহে সুগন্ধিং

পুষ্টিবর্ধনান্ উর্বরুকমিব বন্ধনান,

মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ’।।

প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোবার আগে এই মন্ত্রটি তিন বার বলুন। রাস্তা, অফিস বা যে কোনও জায়গায় কোনও ঝামেলায় পড়লে এই মন্ত্র তিন বার বলুন-

মন্ত্রঃ- ‘ওঁ সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।

শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে’।।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement