ঋণ ঘটায় ষষ্ঠে গ্রহের অবস্থান, মুক্তির সহজ উপায় জানেন?

দেখে নেওয়া যাক জন্মছকে কোন গ্রহের কোথায় অবস্থান হেতু জাতকের ঋণ হয়। দু’একটি সূত্র দেখে নিন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ০০:০০
Share:

দেখে নেওয়া যাক জন্মছকে কোন গ্রহের কোথায় অবস্থান হেতু জাতকের ঋণ হয়। দু’একটি সূত্র দেখে নিন:

Advertisement

১। ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করলে।

২। ষষ্ঠপতি পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হলে।

Advertisement

৩। লগ্নপতি ষষ্ঠপতি যুক্ত হলে।

৪। ষষ্ঠে অবস্থান গ্রহের দশায়।

৫। ষষ্ঠপতির দশায়।

এখন দেখে নেওয়া যাক ঋণ মুক্তির কয়েকটি উপায়:

আরও পডুন: ডিভোর্স এড়াতে কোন জন্মমাসের পাত্রপাত্রীকে বিয়ে করা উচিত (দ্বিতীয় অংশ)

স্নানের পর প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় শুদ্ধবস্ত্রে এক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। মা দুর্গার ছবি বাড়িতে রেখে, প্রতি দিন তাঁর পায়ে একটি জবাফুল দিতে হবে। পরের দিন ওই ফুলটি নিজের কাছে রাখতে হবে। এই ভাবে ৯০ দিন করার পর সুফল অতি অবশ্যই পাওয়া যাবে। তবে শুকনো ফুল গঙ্গায় বা যে কোনও নদীতে দিয়ে দিতে হবে। প্রতি মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার কোনও শিব মন্দিরে, শিবলিঙ্গের মাথায় আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়ে ১৬ বার এক মুঠো করে দিয়ে জল ঢালতে হবে ‘নমঃ শিবায় নমঃ’ বলে। তবে এই ক্রিয়া করার সময় মনের ইচ্ছা অবশ্যই বলতে হবে। পরপর এই ক্রিয়া ১৬টি মঙ্গলবার করলে ফল অবশ্যই পাওয়া যাবে। প্রতি অমাবস্যায় কোনও মন্দিরে বা কোনও দরিদ্রকে নীল বস্ত্র দান করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement