হাতের রেখায় ভাল-মন্দ

মানুষের সমগ্র জীবনের যাবতীয় ভাল-মন্দ, সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি হাতে অবস্থিত গ্রহের ক্ষেত্র ও বিভিন্ন রেখায় প্রতিফলিত হয়। আসুন, কী ভাবে হাতের রেখায় ভাগ্যের ভাল-মন্দ প্রতিফলিত হয় তা দেখে নওয়া যাক।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share:

মানুষের সমগ্র জীবনের যাবতীয় ভাল-মন্দ, সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি হাতে অবস্থিত গ্রহের ক্ষেত্র ও বিভিন্ন রেখায় প্রতিফলিত হয়। আসুন, কী ভাবে হাতের রেখায় ভাগ্যের ভাল-মন্দ প্রতিফলিত হয় তা দেখে নওয়া যাক:

Advertisement

১) হাতে যত কম আনুষঙ্গিক রেখা থাকবে, জাতক/জাতিকার জীবনে বাধা-বিঘ্ন, উটকো ঝামেলা তত কম হবে এবং জীবনযাত্রা তত মসৃণ হবে।

২) হাত বেশি সরু, পাতলা বা লম্বাটে ধরনের হলে জাতক/জাতিকার জীবনে আর্থিক সাফল্য সীমিত হবে। বিত্তশালী হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে। একই ভাবে হাতের আঙুলগুলি বেশি সরু বা লম্বা হলে জাতক/জাতিকার লক্ষ্য ও প্রত্যাশা পূরণে ঘাটতি থেকে যাবে।

Advertisement

আরও পড়ুন: বুড়ো আঙুলে ভাগ্যের গোপন কথা

৩) হাতে অবস্থিত সহায়ক রেখাগুলো যদি বেশির ভাগই ঊর্ধ্বমুখী হয়, তা হলে জাতক/জাতিকার জীবনের সবদিকে শুভ ফল পাবে ও সহজে উন্নতি করবে।

৪) যদি হাতে অবস্থিত গ্রহের ক্ষেত্রগুলি খুব নিচু হয় বা সঠিক ভাবে বিস্তৃত না হয়, এবং একাধিক অশুভ রেখা বা চিহ্ন দ্বারা পীড়িত হয়, তা হলে জাতক/জাতিকার জীবনে গ্রহের ক্ষেত্রগুলির দুর্বলতার ফলে সার্বিক সুখ, শান্তি ও প্রতিষ্ঠা ব্যাহত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement