মেষ রাশি– হলুদ কিংবা মেরুন শাড়ি পরান। মেয়েকে পূর্ব দিকে বসাতে পারেন এবং কাঠের চেয়ার টেবিল ব্যবহার করুন। টেবিলে একটি কাচের গ্লাসে পরিষ্কার জলে অগরু ও কর্পুর রাখুন।
বৃষ রাশি– গাঢ় নীল রঙের শাড়ি পরাতে পারেন যার পাড় মেরুন হবে। মেয়েকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন। অবশ্যই কাঠের চেয়ার টেবিল ব্যবহার করুন।
মিথুন রাশি– হলুদ রঙের শাড়ি ও মেরুন পাড়। অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসান।
কর্কট রাশি– মেয়েকে মেরুন অথবা হলুদ রঙের শাড়ি পরান। দক্ষিণ দিকে মুখ করে, কাঠের চেয়ারে বসান।
সিংহ রাশি– সাদা অথবা মেরুন রঙের শাড়ি বা চুরিদার পরাতে পারেন। হাতে একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। দক্ষিণ দিকে মুখ হবে।
কন্যা রাশি– সাদা বা সবুজ রঙের শাড়ি পরিয়ে উত্তর দিকে মুখ করে সম্বন্ধ করুন।
আরও পড়ুন: মেয়েদের কোন হাত দেখে ভাগ্য বিচার করা হয় জানেন?
তুলা রাশি– সাদা বা দুধে আলতা কম্বিনেশনের শাড়ি পরিয়ে, দক্ষিণ-পূর্ব দিকে মুখ রেখে দেখাতে পারেন।
বৃশ্চিক রাশি– মেরুন রঙের শাড়ি এবং তাতে হলুদ রঙের পাড় ব্যবহার করতে পারেন। অথবা মেরুন চুরিদার ও হলুদ ওড়না পরাতে পারেন। দক্ষিণ দিকে মুখ থাকবে।
ধনু রাশি– স্টিল রঙের শাড়ি পরিয়ে, উত্তর-পূর্ব কোণে মুখ রেখে কাঠের চেয়ারে বসাতে পারেন।
মকর রাশি– স্টিল রঙের পাড় সাদা রঙের শাড়ি সন্তানকে পরাতে পারেন। আবার মেরুন রংও ব্যবহার করতে পারেন। উত্তর দিকে মুখ থাকবে।
কুম্ভ রাশি– সাদা শাড়ি আকাশী পাড় অথবা গাঢ় নীল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন। পূর্ব দিকে মুখ করে বসাবেন।
মীন রাশি– হলুদ রঙের পোশাক ব্যবহার করুন এবং উত্তর দিকে বসান।