গৃহসুখ কী ভাবে সম্ভব

আপনার বাড়িকে বাস্তুদোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

আপনার বাড়িকে বাস্তুদোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।

Advertisement

কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক-

১। শোওয়ার ঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। বাস্তুদোষ হয়।

Advertisement

২। সিঁড়ির নীচে কখনওই পড়ার ঘর করা উচিত নয়।

৩। শোওয়ার ঘরে বসে কোনও নেশার দ্রব্য খেলে স্বাস্থ্য, ব্যবসা, অর্থের ক্ষতি হয়।

৪। রোজ ঘরে পছন্দমতো টাটকা ফুল সাজিয়ে রাখলে অজান্তেই অনেক বাস্তুদোষ কেটে যায়।

৫। ঈশাণ কোণে গ্যারেজ থাকলে বাস্তুদোষ হয়।

৬। খাটের সামনে আয়না বাস্তুদোষ ঘটায়। টেলিফোন সব সময় অগ্নিকোণে রাখা উচিত।

৭। কোর্ট কেসের ফাইল কখনওই অগ্নিকোণে বা দক্ষিণ দিকে রাখবেন না এবং সিন্দুকেও রাখবেন না।

৮। উত্তর দিকে কখনও এমন জিনিস জমা করে রাখবেন না যেগুলো ব্যবহার হয় না। এতে সম্পত্তি হানি হয়।

আরও পড়ুন: আপনি উদারচেতা? বলে দেবে হাতের রেখা

৯। ঈশান কোণ যত বেশি পরিষ্কার এবং খালি রাখবেন তত বেশি বাস্তুদেবতার কৃপা লাভ করবেন।

১০। ওষুধপত্র সর্বদা ঘরের ঈশান কোণে রাখবেন। আর ঈশান কোণমুখী হয়ে ওষুধ গ্রহণ করা উচিত। এতে ওষুধের প্রভাব খুব তাড়াতাড়ি হয় এবং রোগী শীঘ্র সেরে ওঠে।

১১। কোনও ভবনের সিঁড়ি ঈশান কোণে হওয়া উচিত নয়।

১২। কেউ যদি বেশি দিন ধরে অসুস্থ থাকেন, তা হলে রোগীকে নৈঋত কোণে মাথা করে শোয়ানো উচিত। এবং ঈশান কোণে ঠান্ডা জল রাখবেন। এর ফলে রোগী তাড়াতাড়ি সেরে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement