প্রতীকের মধ্যে রয়েছে কিছু আধ্যাত্মিক অন্তর্নিহিত অর্থ। সাধক প্রথমে প্রতীকের মধ্যে দিয়ে পরম পিতাকে আরাধনা করেন। তারপর আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তাঁর মানসিক পরিবর্তন আসে। তিনি তাঁর আরাধ্যকে প্রতীকের মধ্যে দিয়ে অনুভব করেন।
এখন জেনে নেওয়া যাক স্বস্তিক চিহ্নের অর্থ কী:
স্বস্তিকের অর্থ সু অস্তি অর্থাৎ শুভ অস্তিত্ব। এর মধ্যে সকল ধর্মের মানুষের কল্যাণ নিহিত আছে। গীতারই কথা- যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তা ভালই হবে। আমরা জানি ভাল মন্দ, সুখ-দুঃখ চাকার মতো ঘুরছে। প্রকৃতিতেও দেখা যায় শীতের পর আসে বসন্ত। জীবনেও দেখা যায় শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য। স্বস্তিকের চার বাহু চার যুগের প্রতীক- সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। প্রত্যেকটি যুগ ১২৫০ বছরের অর্থাৎ ১২৫০X৪=৫০০০ বছর পর সৃষ্টির ঐতিহাসিক ও ভৌগলিক বৃত্তান্ত পুনরাবৃত্ত হয়। এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের পরিচালক শিবপতি এবং আমরা সব অভিনেতা। স্বস্তিকের চার বিন্দু চার দিকের প্রতীক। আবার চার বিন্দুকে ব্রহ্মাণ্ডের প্রতীক বলা হয় যা শিব ও শক্তির মিলনে উদ্ভুত।
আরও পড়ুন: ‘ওঁ’ কথার অর্থ কী