প্রেম, প্রীতি, আবেগ হৃদয়রেখার ওপর নির্ভর করে

হস্তরেখা বিচারে অন্যতম গুরুত্বপূর্ণ রেখা হৃদয়রেখা। আবেগ এবং মানবিকতা, স্নেহ, মায়া সংক্রান্ত বিভিন্ন বিষয় হৃদয়রেখা থেকে বিশ্লেষণ করা হয়। হৃদয়রেখা বুধের ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয় (সাধারণত)। দীর্ঘ, গভীর, দোষ মুক্ত হৃদয়রেখা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আবেগ, স্নেহ, মানবিকতার বন্ধনে আবদ্ধতার লক্ষণ। ছোট, দোষ যুক্ত হৃদয়রেখা ঠিক বিপরীত। দীর্ঘ হৃদয়রেখার অর্থ জাতক আবেগী।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০০:০৫
Share:

হস্তরেখা বিচারে অন্যতম গুরুত্বপূর্ণ রেখা হৃদয়রেখা। আবেগ এবং মানবিকতা, স্নেহ, মায়া সংক্রান্ত বিভিন্ন বিষয় হৃদয়রেখা থেকে বিশ্লেষণ করা হয়। হৃদয়রেখা বুধের ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয় (সাধারণত)। দীর্ঘ, গভীর, দোষ মুক্ত হৃদয়রেখা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আবেগ, স্নেহ, মানবিকতার বন্ধনে আবদ্ধতার লক্ষণ। ছোট, দোষ যুক্ত হৃদয়রেখা ঠিক বিপরীত। দীর্ঘ হৃদয়রেখার অর্থ জাতক আবেগী।

Advertisement

হৃদয়রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হওয়ার অর্থ স্নেহপরায়ণ, দরদি, স্বনির্ভর , নিরপেক্ষ। উশৃঙ্খলতা এবং অপরিণত মানসিকতা এঁদের চরিত্রে লক্ষ্য করা যায় না।

হৃদয়রেখা বৃহস্পতি এবং শনির মধ্যবর্তী ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হওয়ার অর্থ প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর, আবেগ এবং বাস্তবতার ভারসাম্য রক্ষাকারী। কেবলমাত্র আবেগ দ্বারা তারিত হয়ে তাঁরা চলেন না। বাস্তব সম্বন্ধেও সচেতন। উচ্চাকাঙ্ক্ষী এবং সফলতাও এঁদের প্রাপ্ত হয়। এই ধরনের জাতক কঠিন পরিশ্রমী হয়। সর্বদা তাঁরা লক্ষ্যে পৌঁছতে স্বচেষ্ট।

Advertisement

হৃদয়রেখা শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হওয়ার অর্থ আবেগ, প্রেম, খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, আকাঙ্ক্ষাপূরণ এবং কার্যসিদ্ধই একমাত্র লক্ষ্য।

হৃদয়রেখা রবির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত বা রবির ক্ষেত্রে শেষ হওয়ার অর্থ ছোট হৃদয়রেখা। এই ধরনের হৃদয়রেখা বিশিষ্ট জাতকের ক্ষেত্রে আবেগ, প্রেম প্রীতির খুব একটা গুরুত্ব লক্ষ্য করা যায় না। নিজের কার্যসিদ্ধিই জাতকদের কাছে একমাত্র লক্ষ্য। এই ধরনের জাতকের হৃদযন্ত্রের সমস্যার আশঙ্কা প্রবল। এই লক্ষণ যুক্ত জাতক ধৈর্যহীন হন।

আরও পড়ুন: আয়ুরেখা দীর্ঘ হলেই কি দীর্ঘজীবী হয়? জেনে নিন

উত্তল হৃদয়রেখা অন্তর্মুখিতার লক্ষণ, অবতল হৃদয়রেখা ঠিক বিপরীত। উত্তল হৃদয়রেখা বিশিষ্ট জাতক সাধারণত জীবনে সাফল লাভ করেন। সামাজিক সম্মান, খ্যাতি, লাভ করে থাকে। এই ধরনের জাতক সমাজ, সংসার বা পরিবারের প্রতি কর্তব্য সম্বন্ধে সচেতন হন। হৃদয়রেখা হইতে সরু রেখা শিররেখাকে কাটার অর্থ উদ্বিগ্নতা এবং মানসিক সমস্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement