Shital Sasthi 2025

এই বছর শীতল ষষ্ঠী কবে পড়েছে? জেনে নিন তিথি শুরু ও শেষের সময়কাল

শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার বা আগের দিনের রান্না করে রাখা খাবার খাওয়া হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪
Share:
Shital shasthi 2025 date, timing and significance

—প্রতীকী ছবি।

ভিন্ন মাসের ষষ্ঠী তিথি ভিন্ন নামে পালিত হয়। এক এক ষষ্ঠী ব্রতের আচার এবং পালনও এক এক রকম। ষষ্ঠীর নাম পরিবর্তনের সঙ্গে সেটির আচার এবং পালনের রীতির পরিবর্তন হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি পালিত হয় শীতল ষষ্ঠী, শীল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী নামে। শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার বা আগের দিনের রান্না করে রাখা খাবার খাওয়া হয়। শীল ষষ্ঠী, অর্থাৎ শিলকে ষষ্ঠী দেবী হিসাবে এই দিন পুজো করা হয়। গোটা ষষ্ঠীর বলা হয়, কারণ কলায়ের সঙ্গে গোটা সব্জি রান্না করে এই দিন ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয়। স্থানভেদে যদিও রীতির পরিবর্তন হয়। রীতির বা নামের যাই পরিবর্তন হোক, ষষ্ঠী তিথি পালনের উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল কামনা।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:

ষষ্ঠী তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৬টা ৫৪ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ-

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– ভোর ৪টে ৩৮ মিনিট।

শীতল ষষ্ঠী, শীল ষষ্ঠী, গোটা ষষ্ঠী ব্রত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:

ষষ্ঠী তিথি আরম্ভ–

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৯ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ২১ মাঘ, মঙ্গলবার।

ইংরেজি– ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

সময়– সকাল ৭টা ৩৬ মিনিট ৪৭ সেকেন্ড।

শীতল ষষ্ঠী, শীল ষষ্ঠী, গোটা ষষ্ঠী ব্রত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement