Saraswati Puja Tips

জীবনে উন্নতি আনতে সরস্বতী পুজোর দিন মেনে চলুন এই সাতটি কার্যকরী টোটকা

সকল বিদ্যার্থীর বসন্ত পঞ্চমীর দিন ভক্তিভরে বিদ্যার দেবীর আরাধনা করা উচিত। জ্যোতিষশাস্ত্রে এই দিন বিশেষ কিছু টোটকা পালন করে চলার কথা বলা হয়েছে। এই টোটকাগুলি পালন করলে বিশেষ উপকার পাওয়া যাবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭
Share:
Perform these customs on the day of Saraswati Puja for bringing good luck

—প্রতীকী ছবি।

২ এবং ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী বিদ্যার দেবী। সরস্বতীর আশীর্বাদে আমরা জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধি অর্জন করে থাকি। বাড়ি, স্কুল, কলেজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। ভক্তিভরে সরস্বতী দেবীর পুজো করলে পড়াশোনার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে মনস্কামনাও পূরণ হয়। সকল বিদ্যার্থীর বসন্ত পঞ্চমীর দিন ভক্তিভরে বিদ্যার দেবীর আরাধনা করা উচিত। জ্যোতিষশাস্ত্রে এই দিন বিশেষ কিছু টোটকা পালন করে চলার কথা বলা হয়েছে। এই টোটকাগুলি পালন করলে বিশেষ উপকার পাওয়া যাবে।

Advertisement

টোটকা:

১) মা সরস্বতীকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, কেশর এবং কাঁচা দুধ অর্পণ করুন।

Advertisement

২) মা সরস্বতীর হাতে থাকা বইটিকে এই দিন প্রত্যেক বিদ্যার্থী এক বার স্পর্শ করুন। পড়াশোনায় উন্নতি হবে।

৩) সরস্বতী পুজোর দিন পাকা হলুদ কলা, হলুদ বস্ত্র এবং হলুদ রঙের ডাল অর্পণ করুন। সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবেন । পড়ুয়ারা এই কাজ করলে তাঁদের পড়াশোনা ভাল হয়।

৪) দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মা সরস্বতীর চরণে ছুঁইয়ে, স্বামী-স্ত্রী নিজের গলায় ছুঁইয়ে নিন।

৫) সরস্বতী পুজোয় পলাশ ফুল অর্পণ করুন। পলাশ ফুল ছাড়া এই পুজো সম্পূর্ণ হয় না।

৬) সরস্বতী পুজোর দিন দেবীকে বাসন্তী পোলাও ভোগ হিসেবে নিবেদন করুন।

৭) সরস্বতী পুজোয় দেবীকে হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন। পুজো শেষে সেই মিষ্টিগুলো কোনও কুমারী মেয়েকে দিয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement