আমাদের জীবনে সুখশান্তি যেমন সব সময় থাকে না, ঠিক তেমনই মানুষের শারীরিক অবস্থাও কখনও ভাল কখনও মন্দ। তবে যে বাড়িতে গৃহিণীরা বেশি অসুখে ভোগেন, জানতে হবে সে বাড়িতে বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষের মধ্যে বিশেষ করে রান্নাঘর যদি ঠিক জায়গায় না হয়, তা হলে সমস্যা বেশি সৃষ্টি করে। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর ঠিক জায়গায় করার কিছু বাস্তু টিপস:
১) গৃহিণীর কোন দিকে মুখ করে রান্না করা উচিত: পূর্ব দিকে মুখ করে রান্না করা সবচেয়ে ভাল বলে মনে করা হয়। এতে বাড়ির গৃহিণীর শরীর স্বাস্থ্য ভাল থাকে।
২) রান্নাঘরের জানলা কোন মুখে করতে হয়: রান্নাঘরের জানলার মুখ পূর্ব দিকে রাখতে হয় এবং রান্নাঘরের যে সকল কাজ যেমন সবজি কাটা, মশলা বাটা, ইত্যাদি সব কাজই পূর্ব দিকে মুখ করে করলে গৃহে শান্তি বজায় থাকে।
৩) দক্ষিণ দিকে মুখ করে রান্না করা: দক্ষিণ দিকে মুখ করে রান্না করা একদম উচিত নয়। বাস্তুমত বিরোধী দক্ষিণ মুখী রান্নাঘর। এর ফলে গৃহিণীরা বার বার অসুস্থ হয়ে পরে। এছাড়া দাম্পত্য কলহ খুব বেশি হয়।
আরও পড়ুন: আমাদের শরীরের কোথায় কোন রাশি অবস্থান করে জানেন?
৪) দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে রান্না করা: দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে রান্না করাও বাস্তু নিয়ম বিরুদ্ধ কাজ। এতে গৃহের সুখশান্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
৫) সঠিক নিয়মে রান্নাঘর না করলে কী হয়: সঠিক নিয়মে রান্নাঘর না করলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বাড়ির গৃহিণীরা রান্নাঘরের কোন দিকে মুখ করে বেশির ভাগ সময় কাজ করে, তার ওপর অনেকটা নির্ভর করে বাড়ির সু-প্রভাব বা কু-প্রভাব।