Vastu Shastra

বাস্তুমতে কোন দিকে জলের ট্যাঙ্ক তৈরি করা উচিত

জল আমাদের প্রত্যেক মুহূর্তে প্রয়োজন। যার কারণে জলের সংরক্ষণ প্রয়োজন। বাড়ি তৈরির সময় জল কোথায় সংরক্ষণ (জলের ট্রাঙ্ক) করা হবে এই বিষয়ে বাস্তু সম্মত সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ০৬:৫৪
Share:

বাস্তুসম্মত হলে তার শুভ ফল ভোগ করেন বাড়ির সদস্যরা

জল আমাদের প্রত্যেক মুহূর্তে প্রয়োজন। যার কারণে জলের সংরক্ষণ প্রয়োজন। বাড়ি তৈরির সময় জল কোথায় সংরক্ষণ (জলের ট্রাঙ্ক) করা হবে এই বিষয়ে বাস্তু সম্মত সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। এই সংরক্ষণ বা সঞ্চয় যাই বলা যাক তার দুই ধরনের পদ্ধতির অবলম্বন করা হয়। মাটির নীচে ট্যাঙ্ক তৈরি করে বা ছাদের উপরে ট্যাঙ্ক তৈরি করে। যে ভাবেই জল সংরক্ষণ করা হোক না কেন, তা যদি বাস্তুসম্মত হয় তার শুভ ফল ভোগ করেন বাড়ির সদস্যরা। না হলে বাড়ির সদস্যদের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অশুভ ফল ভোগ করতে হয়।

Advertisement

বাড়ির নীচে ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে কোন দিক শুভ বা বাস্তু সম্মত—

বাড়ির নীচে ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে মাটি কেটে ট্যাঙ্ক তৈরি করতে হয়। দেখতে হবে যেন সেই ট্যাঙ্কে সব সময় জল থাকে। মাটি কাটার অর্থ স্থান হালকা করা। সে ক্ষেত্রে আমরা জানি বাড়ির উত্তর পূর্ব কোণ হালকা করলে তা শুভ। সুতরাং প্রথম পছন্দ বা বাস্তুসম্মত স্থান উত্তর পূর্ব কোণ হওয়া উচিত। বাস্তুগত ভাবেও এই স্থানের সঙ্গে জলের সাযুজ্য আছে।

Advertisement

দক্ষিণ পশ্চিম কোণে মাটি কেটে ট্যাঙ্ক তৈরি বাস্তুসম্মত নহে।

দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ। জলের বিপরীত ধর্মী হওয়ার জন্য দক্ষিণ পূর্ব কোণে জলের ট্যাঙ্ক তৈরি অশুভ ফল দান করে।

বাড়ির মধ্যস্থান ব্রহ্মস্থান। ব্রহ্মস্থানে জলের ট্যাঙ্ক তৈরি বাস্তুসম্মত নয়। এই জায়গায় ট্যাঙ্ক তৈরি বাড়ির গৃহ সদস্যদের শারীরিক ক্ষেত্রে অশুভত্ব দান করে।

বাড়ির উপর ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে কোন দিক শুভ বা বাস্তু সম্মত—

এই বিষয়ে দু’টি বিষয় মাথায় রাখা প্রয়োজন। ওজন অর্থাৎ বাড়ির কোন দিকে ভারী করা যায় (বাস্তুসম্মত ভাবে) এবং কোন দিক বাস্তুগত ভাবে শুভ।

উত্তর পশ্চিম কোণ এই বিষয়ে শুভ।

যে হেতু জলের ট্যাঙ্ক ভারী সেই হিসাবে দক্ষিণ পশ্চিম কোণেও ট্যাঙ্ক রাখা যেতে পারে।

পশ্চিম দিক তত্ত্বগত ভাবে ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে উপযোগী।

দক্ষিণ পূর্ব কোণ অগ্নিতত্ত্বের কারণে এই কোণে ট্যাঙ্ক তৈরি করা অশুভ।

রান্নাঘর এবং শোওয়ার ঘরের উপরে জলের ট্যাঙ্ক তৈরি করা অশুভ।

ব্রহ্মস্থানে, মাটির নীচে বা ছাদের উপর যে কোনও রকম জলের ট্যাঙ্ক তৈরি অশুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement