বাড়িতে গাছ লাগানোর শখ অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু অনেক সময় শখ আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এর কারণ হয়তো আমরা কখনওই খুঁজে বের করার চেষ্টা করি না। বাড়িতে গাছ লাগানোর সময় খুব ভাল ভাবে বিচার বিবেচনা করে তবেই গাছ লাগাতে হয়। ভুল কোণে ভুল গাছ সুখের থেকে বেশি দুঃখের কারণ হয়। আবার সব গাছ বাড়িতে লাগানো উচিত নয়।
কোন গাছ বাড়ির জন্য শুভ তা দেখে নেওয়া যাক—
১) পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে ফুলের বাগান থাকলে গৃহস্বামীর শ্রীবৃদ্ধি হয়।
২) বাড়ির টবে লাল, সাদা, গোলাপি রঙের চম্পা, চামেলি জাতীয় গাছ বাড়িতে শুভ ফল ডেকে আনে। টবটি মাটির বা পাথরের হলে খুব ভাল হয়।
৩) বাড়ির মধ্যে কাঁটা জাতীয় গাছ গৃহস্বামীর অমঙ্গল ডেকে নিয়ে আসে। কুল, বাবলা, মনসা, ক্যাকটাস খুবই খারাপ ফল দেয়। যে সকল গাছ থেকে সাদা দুধ নিঃসৃত হয়, যাকে ক্ষীর বৃক্ষ বলে, যেমন বট, মহুয়া, আকন্দ, শিমুল, ইত্যাদি বিশেষ ভাবে অশুভ ফল দেয়।
আরও পড়ুন: নিজের সুনাম বা প্রশংসা শুনতে বেশি পছন্দ করেন কোন রাশির মানুষ
৪) বাড়িতে তুলসী গাছ খুব শুভ ফল প্রদান করে। এই গাছ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী।
৫) জ্যোতিষশাস্ত্র মতে পদ্ম, মল্লিকা, টগর, কেতকী, কলা, পটল, জাম, সুপারি, কাঁঠাল এই সকল গাছ রোপণ করলে বাড়িতে লক্ষ্মীদেবীর আগমন ঘটে।
৬) বাড়ির ভিতর সুপারি, নারকেল, শাল, অশোক, বকুল, নাগকেশর, আম, আমলকী, সজিনা, টগর, দেবদারু প্রভৃতি গাছ শুভ ফল দেয়।
৭) যাঁরা ফ্ল্যাটে থাকেন, গাছ লাগানোর জায়গা নেই, তাঁরা অবশ্যই মাটির টবে তুলসী গাছ রাখুন, শুভ ফল পাবেন।
৮) বাড়িতে যাঁরা ক্যাকটাস রাখেন, তাঁর সঙ্গে তুলসী গাছ অবশ্যই রাখবেন।
৯) বনসাই বাড়িতে বাস্তুদোষকে আহ্বান করে।