Curd

যে কোনও শুভ কাজে বেরনোর আগে দইয়ের ফোঁটা লাগানো হয় কেন

কেউ কেউ গুরুজনদের প্রণাম করেন শুভ কাজে যাওয়ার আগে। আবার কেউ জল ভরা কলসি দেখে বেরন। শুভ কাজে বেরনোর আগে কপালে চন্দন, কুমকুম বা হলুদের তিলক লাগান।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ০৮:১৪
Share:

সব থেকে কার্যকরী হল দইয়ের ফোঁটা কপালে লাগানো।

যে কোনও শুভ কাজ শুভ ক্ষণেই করা উচিত। শুভ কাজে বেরনোর আগে কিছু নিয়ম যদি সঠিক ভাবে পালন করা যায় তা হলে সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় বলে মানা হয়। আমরা অনেকেই শুভ কাজে যাওয়ার আগে নানা প্রকার নানা প্রক্রিয়া করে থাকি। যেমন, কেউ কেউ ঠাকুরের নাম করেন ও প্রণাম করে।

Advertisement

কেউ কেউ গুরুজনদের প্রণাম করেন শুভ কাজে যাওয়ার আগে। আবার কেউ জল ভরা কলসি দেখে বেরন। শুভ কাজে বেরনোর আগে কপালে চন্দন, কুমকুম বা হলুদের তিলক লাগান।

আবার কেউ বা জ্যান্ত মাছ দেখে যাওয়া শুভ বলে মানেন। ঘি এবং চিনি মুখে দেওয়াও শুভ বলে মানেন অনেকে।

Advertisement

তবে এই সকল প্রকার প্রক্রিয়া কার্যকরী হলেও সব থেকে কার্যকরী হল দইয়ের ফোঁটা কপালে লাগানো। যে কোনও শুভ কাজে বেরোনোর আগে যদি দইয়ের ফোঁটা কপালে লাগানো যায় তা হলে সেই কাজ খুব সুন্দর ভাবে সম্পূর্ণ হওয়ার আশা রাখা যেতে পারে।

দইয়ের ফোঁটা লাগানোর নিয়ম

যে কোনও শুভ কাজে বেরনোর আগে যা করণীয় সে রকম সব কাজ সেরে সব শেষে একেবারে বেরনোর সময় দইয়ের ফোঁটা কপালে লাগাতে হবে। দইয়ের ফোঁটা লাগানোর পর আর কোনও কাজ না করে ঘর থেকে বেরিয়ে পড়তে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement