ব্যবসায় কৃতকার্য বা ভাল ব্যবসায়ীর হাতের চিহ্ন

ভাল ব্যবসায়ি বা বুদ্ধিমান ব্যবসায়ীর হাতে কতকগুলি চিহ্ন দেখা যায়। ঐ সব চিহ্ন যে সব সময় থাকবে তা নয় তবে মোটামুটি অনেকগুলি হাতে থাকতে দেখা যায় এবং তা থেকে তার প্রবণতা বোঝা যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০০:০১
Share:

ভাল ব্যবসায়ি বা বুদ্ধিমান ব্যবসায়ীর হাতে কতকগুলি চিহ্ন দেখা যায়। ঐ সব চিহ্ন যে সব সময় থাকবে তা নয় তবে মোটামুটি অনেকগুলি হাতে থাকতে দেখা যায় এবং তা থেকে তার প্রবণতা বোঝা যায়।

Advertisement

ভাগ্য রেখা খুব সুন্দর থাকে এবং কাটাকাটি, তিল প্রভৃতি থাকে না।

শিরোরেখা সুস্পষ্ট ও বেশ গভীর হয়।

Advertisement

রবির ক্ষেত্র সুগঠন যুক্ত হয় ও বেশ উচ্চ হয়।

হৃদয় রেখা সুন্দর ও কাটাকাটি প্রায়ই বর্জিত থাকে।

শিরোরেখা থেকে একাধিক শাখা উঠে তা বুধের ক্ষেত্র পর্যন্ত যায়।

বুধের ক্ষেত্র তাদের সুন্দর গঠনমুলক ও উচ্চ হয়।

বৃহস্পতির আঙ্গুল অন্যসব আঙ্গুলের থেকে লম্বা হয়।

শিরোরেখা সুন্দর ও তার রং তামাটে হয়।

বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব হয় শক্ত ও দৃঢ়।

হস্তাঙ্গুলি করতলের চেয়ে বড় হয়ে থাকে।

ব্যবসায় বিশেষ কৃতকার্যতা

আয়ুরেখা থেকে গভীর স্পষ্ট ও কাটাকাটি বিহীন স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা বুধের ক্ষেত্রে যায়।

বৃহস্পতির ক্ষেত্র সুপ্রশস্ত ও উন্নত হয়। বৃহস্পতি ও রবিতে চতুষ্কোণ থাকতে পারে।

সুন্দর রবিরেখা থাকে তাদের হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement