রবি গ্রহ বিরুদ্ধ হলে কী হয় এবং তার প্রতিকার

রবির ধাতু তাম্র, কেউ কেউ সোনাকেও রবির ধাতু বলেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০০:০৫
Share:

জন্মকুণ্ডলীতে রবি বিরুদ্ধ হলে—

Advertisement

শাস্ত্রে আছে রবির রত্ন মানিক্য বা চুনী এবং বিদ্রুম অর্থাৎ প্রবাল বা পলা। কোনও কোনও মতে শান্তির জন্য বৈদুর্য অর্থাৎ লাউসনিয়া বা ক্যাটস আই ব্যবহার করা উচিত।

রবির ধাতু তাম্র, কেউ কেউ সোনাকেও রবির ধাতু বলেন।

Advertisement

রবির উদ্ভিদ বেল, আকন্দ, সূর্যমুখী, গাঁদা, ক্রিসানথেমাম, কুড়, চিরতা, নালতে, নিম প্রভৃতি।

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে, বিরুদ্ধ রবির জন্য দম্পতির মধ্যে বিশেষ বিরোধ বা বিচ্ছেদ হলে বৈদুর্য ধারণে বিশেষ উপকার হয়েছে। এ স্থলে ঝনকক্ষেত্র বৈদুর্য ব্যবহার করা উচিত।

বিরুদ্ধ রবির জন্য স্বাস্থ্যহানি হলে রক্তবর্ণ প্রবাল, চুনী অথবা বিল্বমূল কিংবা কুড় ব্যবহারে উপকার দেখা যায়।

সাংসারিক বা পারিবারিক অশান্তির জন্য সিন্দুরাভ প্রবাল ব্যবহারে উপকার হয়ে থাকে।

বিরুদ্ধ রবির জন্য সাধারণ ভাবে গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদিতে সোনলি, গেরুয়া, হলদে এবং লাল রঙ ব্যবহার করা ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement