Neel Sasthi

Neel Sasthi 2022: নীল পুজোর বিশেষ কিছু বিধি এবং কিছু জিনিস যা মহাদেবকে অর্পণ করা উচিত

১৩ এপ্রিল বুধবার ২০২২ পালিত হবে নীল ষষ্ঠীর ব্রত। এই দিন মহাদেবকে সন্তুষ্ট রাখতে এবং সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ০৮:২২
Share:

প্রতীকী চিত্র।

১৩ এপ্রিল বুধবার ২০২২ পালিত হবে নীল ষষ্ঠীর ব্রত। এই দিন মহাদেবকে সন্তুষ্ট রাখতে এবং সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। সন্তানের সুস্বাস্থ্য কামনায় বা যে কোনও ধরনের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত করা অত্যন্ত শুভ ফল প্রদান করে। এই পুজো করার সময় বিশেষ কিছু নিয়ম বা বিধি রয়েছে যেগুলি সঠিক ভাবে পালন করলে বিশেষ ভাবে উপকার পাওয়া যায়। এ ছাড়া এই দিন যদি কয়েকটি জিনিস মহাদেবকে অর্পণ করা যায়, তা খুবই শুভ ফল প্রদান করে।

Advertisement

পুজোর নিয়মবিধি—

• সর্বপ্রথম শিবলিঙ্গে গঙ্গাজল ঢালতে হবে। তার পর কাঁচা দুধ বা দইয়ের লেপন লাগাতে হবে। তার পর সর্ষের তেল মাখাতে হবে। সব শেষে গঙ্গাজল ও ডাবের জল দিয়ে ভাল ভাবে শিবলিঙ্গটিকে পরিষ্কার করে দিতে হবে।

Advertisement

• এর পর বেলপাতা, আকন্দ ফুল এবং যে কোনও একটা গোটা ফল অর্পণ করতে হবে।

• এই দিন যাঁরা উপবাস করেন তাঁরা অবশ্যই সন্তানের নামে মোমবাতি জ্বালাবেন।

• শিবলিঙ্গে সাদা চন্দনের গুঁড়ো মাখালে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন।

• এই দিন ভাত বা চালের তৈরি কোনও খাবার খেতে নেই।

কী কী জিনিস মহাদেবকে অর্পণ করতে হবে---

• এই দিন মহাদেবকে অবশ্যই একটা রুদ্রাক্ষ অর্পণ করুন।

• মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস ডমরু। এটাও অর্পণ করতে পারেন।

• এই দিন একটা তামা বা রুপোর সাপ অর্পণ করুন।

• একটা ত্রিশূল অর্পণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement