বিবাহিত মহিলারা ভুল করেও এই সব জিনিস কাউকে দেবেন না, দাম্পত্য কলহ চরম আকার নিতে পারে

দৈনন্দিন জীবনে আমরা আমাদের ব্যবহারের অনেক কিছুই পরিচিতদের সঙ্গে ভাগ করে নিই। বা অনেক জিনিস আমরা উপহার হিসেবে দিয়ে থাকি। তবে জেনে রাখা প্রয়োজন, এমন অনেক কিছুই রয়েছে যা অন্যের সঙ্গে ভাগ করে নিলে জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। বিশেষ করে কিছু জিনিস রয়েছে, যা বিবাহিত মহিলাদের কারও সঙ্গে ভাগ করে নেওয়া বা দান করা যাবে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৩
Share:

দৈনন্দিন জীবনে আমরা আমাদের ব্যবহারের অনেক কিছুই পরিচিতদের সঙ্গে ভাগ করে নিই। বা অনেক জিনিস আমরা উপহার হিসেবে দিয়ে থাকি। তবে জেনে রাখা প্রয়োজন, এমন অনেক কিছুই রয়েছে যা অন্যের সঙ্গে ভাগ করে নিলে জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। বিশেষ করে কিছু জিনিস রয়েছে, যা বিবাহিত মহিলাদের কারও সঙ্গে ভাগ করে নেওয়া বা দান করা যাবে না।

Advertisement

দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী—

• সিঁদুর: বিবাহিত মহিলারা তাঁদের অন্যতম অলঙ্কার হিসেবে সিঁদুরকেই বেছে নেন। এ ছাড়া স্বামীর কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে এই সিঁদুর পরিধান করা হয়। নিজের ব্যবহার করা সিঁদুর কখনওই কাউকে দেবেন না। যখন সিঁদুর পরবেন করবেন তখন তা একান্তে পরতে হবে।

Advertisement

আরও পড়ুন: বিবাহ কোন দিকে হবে এবং কেমন বংশে হবে?

• কাজল: বিবাহিত মহিলারা তাঁদের চোখে পরার কাজল কাউকে দেবেন না। কারণ মনে করা হয়, কাজল আমাদের এবং আমাদের সংসারকেও কু-দৃষ্টি থেকে রক্ষা করে। যদি কাজল অন্যকে দেওয়া হয়, তা হলে সংসারে কু-দৃষ্টি পড়বে বলে মনে করা। তাই নিজের ব্যবহার করা কাজল অন্যকে দিতে নেই।

• মেহেন্দি: বিবাহিত মহিলারা যে মেহেন্দি একবার ব্যবহার করে ফেলেছেন, সেই মেহেন্দি অন্য কাউকে পরতে দেবেন না। মেহেন্দি অন্যের সঙ্গে ভাগ করার অর্থ হল নিজের স্বামীর ভালবাসাকে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া।

• টিপ বা বিন্দি: শাস্ত্র মতে মনে করা হয়, টিপ বা বিন্দি মহিলাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসে। এ ছাড়া টিপ মহিলাদের রূপের শোভা বৃদ্ধি করে থাকে। কপাল থেকে টিপ খুলে কাউকে দেওয়া যাবে না, এতে নিজের সৌভাগ্য অন্যের কাছে চলে যেতে পারে।

• হাতের চুড়ি: আমরা অনেক সময় আমাদের আত্মীয় বা পরিচিত ব্যক্তিদের নিজের হাতের চুড়ি ব্যবহারের জন্য দিয়ে থাকি। এই কাজটি একেবারেই শাস্ত্র বিরুদ্ধ। এর ফলে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement