নামের আদ্যক্ষর ‘V’ হলেঃ-
১। নামের আদ্যক্ষর ‘ভি’ হলে জাতক-জাতিকারা গোলাপি, সাদা এবং নীল রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে।
২। এরা সব ক্ষেত্রে অনড়। আপসহীন সৈনিক।
৩। এরা যেমন তর্কবাগিস তেমনই তত্ত্বজ্ঞানী।
৪। এদের অসাধারণ পান্ডিত্য থাকে।
৫। এরা সবসময় সম্মুখ সমরে এগিয়ে যাবে। কখনো পিছিয়ে আসবে না।
৬। এদের প্রতিভা, প্রজ্ঞা স্বর্গীয় সুষমায় পরিপূর্ণ।
৭। আধ্যাত্মিক জগতের সাফল্যের চাবিকাঠি এদের করায়ত্ব।
৮। এরা উদার ও প্রমিক স্বভাবের।
৯। এরা পছন্দের তালিকায় রাখে খেলাধুলা, বিনোদন ও রাজনীতিকে।
প্রতিকারঃ-
এদের অশুভ প্রভাব দূর করার জন্য গোলাপি, সাদা, নীল রং ব্যবহার করতে হবে।
খয়েরি, ক্রিম রং ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে। নিজের সম্পর্কে মূল্যায়ন করার বেশি সময় পাওয়া যাবে।