সব মানুষেরই কোনও না কোনও জিনিসের ওপর আসক্তি থেকে। রাশি অনুযায়ী তার পার্থক্য হয়। কারও ইতিবাচক তো কারোর নেতিবাচক আসক্তি বেশি হয়। আমাদের কিছু সু-অভ্যাস ও কিছু কু-অভ্যাস থাকে যা আমদের খুব দ্রুত বদলে ফেলা প্রয়োজন।
জেনে নিই কোন রাশির কোন জিনিসের ওপর আসক্তি বেশি:
মেষ রাশি: অন্যদের ভাবনা নিয়ে খুব বেশি ভাবেন আপনি। এর ফলে সব বিষয়ে পিছিয়ে যান। তাই নিজের ভাবনার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই শ্রেয়।
বৃষ রাশি: অন্যদের চিন্তাকে দমিয়ে রাখার অভ্যাস বদলে ফেলতে হবে। নিজের কলা-কৌশল সব সময় দেখানোর চেষ্টা না করাই ভাল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন।
মিথুন রাশি: নিজের সম্মানের হানি আপনি একদম মেনে নিতে পারেন না। একটুতেই রেদে ওঠেন। যার ফলে সমাজে চলতে অসুবিধা হতে পারে। একটু নরম হওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আপনি চান অন্যরা আপনাকে নিয়ে খুব বেশি মেতে থাকুক। আর তা না হলেই দুঃখ পান। এই অভ্যাস ত্যাগ করে জীবনে আনন্দ উপভোগ করুন।
সিংহ রাশি: আপনি কোনও বিষয়ে হার মেনে নিতে পারেন না। হার আপনার সহ্যের বাইরে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হার- জিত সবই জীবনের অংশ। সে ভাবে নিজেকে তৈরি রাখুন।
আরও পড়ুন: বৃহস্পতির বক্রগতি দ্বারা বৃশ্চিক রাশিতে গমনের প্রভাবে কোন রাশিতে কী রূপ ফল
কন্যা রাশি: সব বিষয়ে কল্পনার জগতে ভেসে যান। অতিরিক্ত ভাবনা বিসর্জন দিয়ে বাস্তববাদী হয়ে উঠতে পারলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন।
তুলা রাশি: কাজে খুব বেশি ভুল করে ফেলেন এবং ভুল করে ভীষণ ভয় পেয়ে যান। মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তা হলে ভুল ও ভয় দুয়েরই আশঙ্কা কমে যাবে।
বৃশ্চিক রাশি: সম্পর্কের বিষয়ে খুব দুর্বল হয়ে পড়েন আপনি। সকলকে ভালবাসেন ও স্নেহ করেন তা খুব ভাল কথা। কিন্তু বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।
ধনু রাশি: অন্যদের বেশি বিশ্বাস করে ফেলেন আর তারা যখন বিশ্বাসের মর্যাদা দিতে পারে না তখন এত বেশি ভেঙে পড়েন যে, সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগে। তাই আবেগ সংযত রাখতে হবে।
মকর রাশি: অন্যদের খুব বেশি খেয়াল রাখেন, কিন্তু তার বিনিময়ে আপনি কিছু পান না। তাতে কষ্ট পাবেন না, মনকে শক্ত করুন শেষে জিত আপনারই হবে।
কুম্ভ রাশি: অন্যরা কী ভাবছে তা না ভেবে এগিয়ে যান। জগতের চিন্তা করতে গিয়ে নিজের পছন্দ ও ইচ্ছাকে মেরে ফেলছেন। এ সব পিছনে ফেলে এগিয়ে যেতে পারলে জীবন ভাল কাটবে।
মীন রাশি: সব কাজে বেশি তাড়াহুড়ো করা বন্ধ করতে না পারলে ক্ষতি হয়ে যেতে পারে। ধীরে কাজের অভ্যাস করলে সব কাজই সুন্দর হবে।