আগামী ২৭ আগস্ট, রবিবার শ্রী শ্রী ঝুলন যাত্রা আরম্ভ। ছবি: সংগৃহীত।
হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণব ধর্মাবিলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন উৎসব। ঝুলন রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব। প্রচলিত ধারণা, দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে শ্রী বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে (যেখানে বৈষ্ণব ধর্মাবিলম্বীদের অবস্থান) এই উৎসব আড়ম্বরের সহিত পালিত হয়। ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের অঙ্গ। একাদশী তিথিতে শুরু হয়, পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। আগামী ২৭ আগস্ট, রবিবার শ্রী শ্রী ঝুলন যাত্রা আরম্ভ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
একাদশী তিথি আরম্ভ:
বাংলা – ৯ ভাদ্র, শনিবার।
ইংরেজি – ২৬ আগস্ট, শনিবার।
সময় – রাত্রি ঘ ১২ টা ১০ মিনিট।
প্রদোষে ইন্দ্রাদিদেব বিহিত শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রারম্ভ।
একাদশী তিথি শেষ
বাংলা – ১০ ভাদ্র, রবিবার।
ইংরেজি – ২৭ আগস্ট, রবিবার।
সময় – রাত্রি ৯ টা ৩৩ মিনিট।
শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে
একাদশী তিথি আরম্ভ –
বাংলা – ৮ ভাদ্র, শনিবার ।
ইংরেজি– ২৬ আগস্ট, শনিবার।
সময় – রাত্রি ৭ টা ৪ মিনিট ১৩ সেকেন্ড।
শ্রী শ্রী কৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রারম্ভ
একাদশী তিথি শেষ –
বাংলা – ৯ ভাদ্র, রবিবার।
ইংরেজি – ২৭ আগস্ট, রবিবার।
সময় – অপরাহ্ন ৫ টা ১৪ মিনিট ৭ সেকেন্ড।
শ্রী শ্রী কৃষ্ণের গন্ধব্বানুস্থিত ঝুলনযাত্রারম্ভ।